1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-ভিত্তিক ইন্ডিয়ান মুজাহিদিন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত

১৬ সেপ্টেম্বর ২০১১

ভারত-ভিত্তিক ইন্ডিয়ান মুজাহিদিনকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই সংগঠনটি সম্পর্কে গোটা বিশ্বকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷

https://p.dw.com/p/12aOO
ভারত সফরের সময় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং’এর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনছবি: dapd

ভারত-ভিত্তিক ইন্ডিয়ান মুজাহিদিনকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ২০০৫ সাল থেকে কয়েকশো নিরপরাধ মানুষকে হত্যা করেছে এরা৷সন্ত্রাসী হামলায় যাতে সবথেকে বেশি জানমালের ক্ষয়ক্ষতি হয় তারজন্য তারা বেছে নেয় ভিড়ে ভরা বাজার ও বাণিজ্যিক এলাকা৷

ইন্ডিয়ান মুজাহিদিন ভারত-ভিত্তিক হলেও পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা, জয়স-ই-মহম্মদ ও হরকত-উল-জিহাদ ইসলামি বা হুজির সঙ্গে এদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে৷ ভারতের জনগণই ইন্ডিয়ান মুজাহিদিনের প্রধান শিকার৷২০১০ সালে মহারাষ্ট্রের পুণেতে জার্মান বেকারিতে বোমা হামলায় মারা যায় ১৭জন, আহত হয় ৬০ জন৷ জার্মান বেকারিতে দেশিবিদেশি পর্যটকদের ভিড় থাকে বেশি৷

Indien Mumbai Terroranschlag Flash-Galerie
মুম্বই সহ বিভিন্ন হামলার পেছনে ইন্ডিয়ান মুজাহিদিনের হাত রয়েছে বলে সন্দেহ করা হয়ছবি: dapd

২০০৮ সালে দিল্লিতে অনুরূপ বোমা বিস্ফোরণে নিহত হয় ৩০জন, আহত ৭০জন৷ গুজরাটের আমেদাবাদ শহরের ভিড় সিটি সেন্টারে এবং স্থানীয় হাসপাতালে ধারাবাহিক ১৬টি বোমা বিস্ফোরণে প্রাণ হারায় ৩৮জন আহত শতাধিক৷ ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাসী হামলায় লস্কর-ই-তৈয়বাকে ইন্ডিয়ান মুজাহিদিন মদত দিয়েছিল বলে ভারতীয় গোয়েন্দা বিভাগের কাছে অকাট্য প্রমাণ আছে৷ ঐ হামলায় মারা যায় ১৬৩জন, তার মধ্যে ৬জন মার্কিন নাগরিক৷

ওয়াশিংটন জানিয়েছে, ইন্ডিয়ান মুজাহিদিনকে কালো তালিকাভুক্ত করার পেছনে শুধু পশ্চিমা দেশের স্বার্থই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ ভারতেরও স্বার্থ জড়িত৷ সন্ত্রাস মোকাবিলায় ভারত-মার্কিন সমন্বয় মজবুত করা হচ্ছে৷ ভারতের দরকার মত আরো গোয়েন্দা তথ্যউপাত্ত দিতে রাজি ওয়াশিংটন৷ পাশাপাশি আরো দুটি বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালএবং শিখ ইউথ ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে দুধরণের পরিচিতির মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলি পড়ে এফটিও বা অভিবাসন ও নাগরিকত্ব আইনের অধীনে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য