1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লি বিস্ফোরণের কিছু সূত্র পাওয়া গেলেও আসল অপরাধি অধরা

১৪ সেপ্টেম্বর ২০১১

গত সপ্তাহে দিল্লি হাইকোর্ট চত্বরে বোমা বিস্ফোরণের বিভিন্ন সূত্র জাতীয় তদন্তকারীদলের হাতে এলেও, প্রকৃত অপরাধী এখনও নাগালের বাইরে৷ ই-মেলের সূত্রে জম্মু-কাশ্মীরে গ্রেপ্তার করা হয় সাত জনকে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷

https://p.dw.com/p/12Z6Y
ছবি: dapd

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর.কে সিং আজ বলেছেন, ৭ই সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট চত্বরে সন্ত্রাসী হামলার অনেক সূত্র পাওয়া গেছে৷ জাতীয় তদন্তকারী দলের তদন্ত সঠিক পথেই চলেছে৷ কিন্তু তদন্তের কাজ ব্যাহত হতে পারে বলে এখন এ বিষয়ে বেশি কিছু বলা যাবেনা৷ জম্মু-কাশ্মীরের কিস্টওয়ারে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এ মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর৷ অপরাধীকে ধরার জন্য কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারলে, তাঁকে ১০ লাখ টাকা পুরস্কার দেবার কথাও বলেছেন তিনি৷

প্রকৃত অপরাধীকে ধরা না গেলেও, ই-মেলগুলি যে জম্মুর কিস্টওয়ার থেকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে তদন্তকারী দল নিঃসংশয়৷ বিস্ফোরণের ছক কষা হয়েছিল সেখানেই৷ দুটি কিশোরকে দিয়ে গ্লোবাল সাইবার কাফে থেকে ই-মেল করানো হয়৷ এর পেছনে দুটি জঙ্গি গোষ্ঠীর হাত আছে বলে সন্দেহ৷ একটি হরকত-উল-জিহাদ-ল-ইসলামি সংক্ষেপে হুজি এবং অপরটি ইন্ডিয়ান মুজাহিদিন৷ তিনটি শহরে এদের সক্রিয় গতিবিধি৷ জম্মু-কাশ্মীর, দিল্লি ও কোলকাতা৷

২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার তৃতীয় বার্ষিকীতে দেশের বড় বড় শহরের মলে হামলা হতে পারে - এই মর্মে, ইন্ডিয়ান মুজাহিদিনের হুমকির প্রেক্ষিতে দিল্লিতে উচ্চ সতর্কতা৷ গতকাল মধ্য দিল্লির একটি হোটেলের সামনে এ.কে ৪৭ রাইফেলের ৯টি তাজা কার্তুজ পাওয়া গেছে৷ যা ১লা সেপ্টেম্বরের খবরের কাগজে মোড়া ছিল৷

এদিকে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে অসন্তুষ্ট৷ যেসব পরিবারের একমাত্র রোজগারি সদস্য মারা গেছেন, তারা চাকরির দাবি জানাচ্ছেন৷ দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন৷ এজন্য একটি বিশেষ সেল গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি৷

সীমান্তপারের সন্ত্রাসী গোষ্ঠীগুলির পাশাপাশি ভারতের অভ্যন্তরের সন্ত্রাসী গোষ্ঠীগুলিও সমান তৎপর৷ কাজেই তাদের উপেক্ষা করা যায়না৷ এক বিদেশি সংবাদ মাধ্যমকে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য