1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মকবুল ফিদা হুসেন - হয়রানির শিকার এক চিত্রশিল্পী’

১২ জুন ২০১১

যাঁর চিত্রকর্মে দেশজ ঐতিহ্য আর সংস্কৃতি গুরুত্বপূর্ণ এক স্থান অধিকার করেছিল, সেই মকবুল ফিদা হুসেন শেষ নিঃশ্বাস ফেললেন স্বদেশভূমি ভারত থেকে বহু দূরে লন্ডনের এক হাসপাতালে৷ তাঁকে নিয়ে জার্মান ভাষার পত্রিকায় প্রতিবেদন৷

https://p.dw.com/p/11Yux
মকবুল ফিদা হুসেন৷ছবি: cc-by-sa-nd-Valipa Venkat

লন্ডনের রয়াল ব্রম্পটন হাসপাতালে ৯৫ বছর বয়সে মারা গেলেন ভারতের সবচেয়ে বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন৷ স্বেচ্ছানির্বাসনেই তাঁর জীবনাবসান হলো৷ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ভাষায়: ‘‘তাঁর মৃত্যু এক জাতীয় ক্ষতি৷'' ভারতের চিত্রশিল্পের পুনরুজ্জীবনের প্রতীক হয়ে উঠেছিলেন হুসেন৷ তাঁর মৃত্যু জাতির জন্য এক বড় রকমের ক্ষতি, মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ৷ সুইজারল্যান্ডের জুরিখ থেকে প্রকাশিত দৈনিক নয় স্যুরশার সাইটুং হুসেন সম্পর্কে লিখছে:

‘‘শিল্পী মহলে হুসেন প্রায়শই ভারতের পিকাসো বলে অভিহিত হয়েছেন৷ অত্যন্ত খামখেয়ালি এক জিনিয়াস হিসেবে প্রসিদ্ধি ছিল তাঁর৷ অভিজাত ক্যালকাটা ক্লাব একবার তাঁকে ঢুকতে দেয়নি ক্লাবের পোশাকবিধি না মান্য করায়৷ বার্তামাধ্যমে এই ঘটনার কঠোর সমালোচনা করা হয়৷ নগ্ন পায়ে ঢুকে পড়তেন তিনি ইস্টাবলিশমেন্টের প্রতিনিধিদের কাছে৷...১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে সমাজ আর রাজনীতির ক্ষেত্রে বড় রকমের যে পরিবর্তনগুলো ঘটে, তার ছায়া পড়েছে হুসেন'এর জীবনে৷ নব্বই'এর দশকে উগ্র হিন্দুত্ববাদীদের উজ্জীবনের সময় বহু হিন্দু সংগঠনের কাছে তিনি হয়ে ওঠেন ঘৃণার পাত্র৷''

Maqbool Fida Husain gestorben Flash-Galerie
ছবি: AP

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হাতে মকবুল ফিদা হুসেন নানাভাবে হয়রানির শিকার হয়েছেন৷ তাঁর আঁকা দেবী সরস্বতীর নগ্ন প্রতিকৃতি নিয়ে এই সব সংগঠন হয়ে ওঠে মারমুখো৷ সেকথা জানিয়ে নয় স্যুরশার সাইটুং লিখছে:

‘‘১৯৯৮ সালে কট্টর হিন্দুত্ববাদীরা মুম্বই'এ শিল্পীর বাড়িতে চড়াও হয়৷ তাঁর আঁকা বেশ কিছু ছবি নষ্ট করে দেয়৷ একই সময়ে হত্যার হুমকি দেয়া হয় তাঁকে৷ ২০০৬ সালে দেশ ছাড়েন তিনি৷ দুবাই অথবা লন্ডন হয় তাঁর বাসস্থল৷ ২০১০ সালে কাতারের আমীর নাগরিকত্ব নেয়ার প্রস্তাব দেন শিল্পীকে৷ তিনি তা গ্রহণ করেন৷''

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য