1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের পিকাসো খ্যাত ফিদা হুসেনকে নিয়ে ছবি

১২ জুন ২০১১

ভারতের পিকাসো হিসেবে খ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন জগতের মায়া ছেড়ে বিদায় নিয়েছেন মাত্র দু'দিন আগে৷ তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, যুক্তরাজ্যের ব্রুকউড সমাধিক্ষেত্রে মুসলিম রীতি অনুসারে তাঁকে সমাহিত করা হয়েছে৷

https://p.dw.com/p/11Ype
মকবুল ফিদা হুসেনছবি: cc-by-sa-nd-Valipa Venkat

ইউরোপের বৃহত্তম সমাধিক্ষেত্রগুলোর একটি সারে'র ওকিং-এ অবস্থিত এই কবরস্থান৷ সেখানে সমাহিত করার আগে টুটিং-এ তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ এতে শিল্পীর ভক্তরা ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর চার ছেলে শাফাদ, শামশাদ, মুস্তাফা এবং ওয়ায়িস৷ এছাড়া দুই মেয়ে আকিলা ও রাইসাও হাজির ছিলেন শিল্পীর দাফন অনুষ্ঠানে৷

মকবুল ফিদা হুসেনের মৃত্যুতে শোক ও তাঁর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার নালিন সুরি৷ হাইকমিশনের এক শোক বার্তায় বলা হয়, ‘‘ভারত ও যুক্তরাজ্যসহ বিশ্বের অগণিত ভক্তদের জন্য হুসেনের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি৷ তাঁর মৃত্যুতে শিল্পকলার জগত এমন এক বিশাল প্রতিভাকে হারালো যিনি অন্যান্য শিল্পীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন৷''

Maqbool Fida Husain gestorben Flash-Galerie
শিল্পী এবং তাঁর শিল্পছবি: AP

এদিকে, শিল্পীর বর্ণময় জীবনের ওপর চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন তাঁর ছেলে ওয়ায়িস৷ প্রয়াত শিল্পী যখন ‘গজগামিনী' পরিচালনা করছিলেন তখন তাঁর সহকারী ছিলেন ওয়ায়িস৷ এছাড়া মকবুল ফিদার ‘মীনাক্ষ্মি' ছবির বেশিরভাগ কাজই ওয়ায়িসের বলে গুঞ্জন রয়েছে৷ গত বছর বাবাকে নিয়ে ‘লেটারস টু মাই সন অ্যাবাউট মাই ফাদার' নামের একটি তথ্যচিত্র নির্মাণ করেন ওয়ায়িস৷ এবার বাবার জীবনী নিয়ে ছবি তৈরির কাজ শুরু করেছেন৷

এছাড়া বলিউড নির্মাতা প্রভাকর শুক্লাও মকবুল ফিদার জীবন নিয়ে একটি ছবি তৈরি করছেন৷ এর নাম দেওয়া হয়েছে ‘হুসেন- দ্য পেইন্টার'৷ নাম ভূমিকায় অমিতাভ বচ্চনের কথা ভেবেছেন তিনি৷ শুক্লা জানান, ‘‘গত এক বছর ধরে ছবিটি আমার মাথায় ঘুরছে৷ আমি প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করেছি৷ শিল্পী হুসেনও ছবিটি নির্মাণে অনুমোদন দিয়েছিলেন৷ চলতি মাসেই এটি নির্মাণের আগে কাতারে গিয়ে তাঁর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরিকল্পনা ছিল আমার৷'

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়