1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারালিম্পিকের সব টিকিট বিক্রি হয়ে যাবে, আশা উদ্যোক্তাদের

৮ সেপ্টেম্বর ২০১১

লন্ডনে অনুষ্ঠিতব্য আগামী বছরের প্যারালিম্পিকের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন আয়োজকরা৷ যার অর্থ, প্রতিবন্ধী অলিম্পিক বড়মাপের সাফল্য পাবে সামনের বছর৷

https://p.dw.com/p/12VGl
লন্ডন অলিম্পিকের ম্যাস্কট ওয়েনলক (বামে) ও প্যারালিম্পিকের ম্যাস্কট ম্যান্ডেঙিল (ডানে)ছবি: dapd

মোট টিকিটের সংখ্যা দুই মিলিয়ন৷ ২০১২ সালে লন্ডনের সেই প্যারালিম্পিকের আয়োজক সংস্থার চেয়ারম্যান সেবাস্টিয়ান কো-র অনুমান, এই দুই মিলিয়ন টিকিটই বিক্রি হয়ে যাবে৷ এর কারণ, কো-র মতে, তিনি সেই সম্ভাবনা দেখতে পাচ্ছেন৷ বলছেন, মানুষের আগ্রহ বাড়ছে৷ বাড়ছে প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা৷ ট্রাফালগার স্কোয়্যারে আয়োজিত আন্তর্জাতিক প্যারালিম্পিক দিবস -এ বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে কো এই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন৷

টিকিট যাতে বেশি করে বিক্রি হতে পারে এবং সমাজের সবস্তরে যাতে সব ধরণের মানুষ এই টিকিট কিনতে পারেন, তার জন্য প্যারালিম্পিক কমিটি কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছে, জানান কো তিনি বলেন, গ্রুপ টিকিটের ব্যবস্থা করা হচ্ছে৷ স্কুলের ছাত্রছাত্রীদের জন্যও থাকছে বিশেষ কিছু বন্দোবস্তো৷ এছাড়া প্যারালিম্পিক অনুষ্ঠিত হওয়ার আগে থেকে কিছু সে ধরণের খেলাধুলার অনুষ্ঠানের চেষ্টাও করছে প্যারালিম্পিক কমিটি৷ যাতে মূল আয়োজনের আগেই মানুষ এ বিষয়ে আগ্রহী হয়ে ওঠে৷

NO FLASH Olympiastadion 2012 London
লন্ডন অলিম্পিকের স্টেডিয়ামছবি: dapd

প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে আগামী বছর ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৷ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী  শুক্রবার থেকে শুরু হতে চলেছে টিকিট বিক্রি৷ এবং কমিটির প্রত্যাশা সামাজিক সচেতনতা যেহেতু অনেক বেশি বেড়েছে আগের তুলনায়, সেক্ষেত্রে এই অলিম্পিক বিষয়ে মানুষ আগ্রহী হবেন৷ যদিও প্যারালিম্পিকের প্রতিযোগিতায় আসল অলিম্পিকের সেই উত্তেজনা থাকেনা, এবং এ ধরণের স্পোর্টস দেখতে গেলে এক ধরণের আলাদা মানসিকতারও প্রয়োজন হয়৷ তবু, কমিটির প্রত্যাশা, লন্ডন প্যারালিম্পিক আগের তুলনায় অনেক বেশি সচেতনতা আর সহমর্মিতার উদাহরণ দেখতে পাবে প্রতিবন্ধীদের প্রতি৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য