1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন অলিম্পিকের দিকে তাকিয়ে মাইকেল ফেল্পস

২৩ জুলাই ২০১১

মাইকেল ফেল্পস, যাকে সর্বকালের অন্যতম সেরা সাঁতারু হিসেবে ধরা হয়৷ এ পর্যন্ত ১৪টি অলিম্পিক স্বর্ণপদক আর বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় ২২টি স্বর্ণপদক তাঁর গলায় ঝুলেছে৷ এত সাফল্যের পরও নিজেকে আর দশজনের একজন বলে মনে করেন ফেল্পস৷

https://p.dw.com/p/122DS
ছবি: AP

মার্কিন এই সাঁতারু গত বেইজিং অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ের রেকর্ড ভেঙেছেন৷ আট আটটি গোল্ড মেডেল জেতেন এই ২৬ বছর বয়সি সাঁতারু৷ এখন আবার শাংহাইয়ে হাজির হয়েছেন বিশ্ব সেরাদের প্রতিযোগিতায়৷ সাংবাদিক ও ফটোসাংবাদিকদের ভিড়ে ঠাসা এক সংবাদ সম্মেলনে নিজেকে অন্য আর সব মার্কিন তরুণদের একজন বলেই উল্লেখ করলেন ফেল্পস৷ অসাধারণ সাফল্যের কারণে বরাবরই মিডিয়ার খবর হন তিনি৷ সেটা স্বীকার করে ফেল্পস বলেন, ‘‘আমি জানি অন্যদের চেয়ে আমার দিকে অনেক বেশি ক্যামেরা তাক করা থাকে৷ আমি এটাকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছি৷ তবে আমার চোখে আমি একজন সাধারণ ব্যক্তি৷ আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি আমার স্বাভাবিক জীবন চালিয়ে যেত চাই৷ আমি আর সব তরুণের মতই রাস্তায় ঘোরাঘুরি করি এবং ক্ষিদে লাগলে দোকান থেকে খাবার কিনে খাই৷ যদি আমার ইচ্ছে হয় গল্ফ খেলার তাহলে আমি তাই করবো,'' বলেন ফেল্পস৷

Michael Phelps
পুলের রাজা মাইকেল ফেল্পসছবি: AP

গত অলিম্পিকের পর অবশ্য পরের বছরগুলো খুব একটা ভালো কাটেনি এই মার্কিন সাঁতারুর৷ কোচের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে মানসিক একটা চাপ ছিল তাঁর ওপর৷ এজন্য পরের বছরগুলোতে তেমন সাফল্য ধরা দেয়নি৷ এরওপর একবার গাঁজা টেনে স্ক্যান্ডালেরও জন্ম দিয়েছিলেন এই মার্কিন তরুণ৷ তবে সেসব কিছু এখন পেছনে ফেলে আগামী লন্ডন অলিম্পিকের দিকেই নজর তাঁর৷ আগামী অলিম্পিকের পর সাঁতার থেকে অবসর নেবেন, এমন ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছেন৷ তাই সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে তিনি বেশ সিরিয়াস৷ ফেল্পস বলেন, ‘‘গত দুইটি বছর তেমন ভালো কাটেনি৷ যেমনটি চেয়েছিলাম তেমনটি হয়নি৷ তবে এই বছর মনে হচ্ছে আমি কিছুটা এগিয়েছি, তার অর্থ আগামী বছর ভালো কিছু হতে যাচ্ছে৷'' শাংহাইয়ে অনুষ্ঠিত এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফেল্পস সেই লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবেন সেটাই আশা করছে সবাই৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই