1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শক্তিশালী বিস্ফোরণে ফের কেঁপে উঠলো দিল্লি

৭ সেপ্টেম্বর ২০১১

আজ সকালে দিল্লি হাইকোর্টের সামনে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে এপর্যন্ত মৃত ১১, আহত ৮০৷ বিস্ফোণের তদন্ত শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা৷ গোটা দেশ একযোগে এই হামলার নিন্দা জানিয়েছে৷

https://p.dw.com/p/12UQ9
আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাএয়া হচ্ছেছবি: dapd

আজ সকাল সোয়া ১০টা নাগাদ দিল্লির উচ্চ সুরক্ষিত এলাকা ইন্ডিয়া গেটের কাছে দিল্লি হাইকোর্টের সামনে এই বোমা ফাটে৷ অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সচিব জানান, হাইকোর্টের ৫নং গেটের রিসেপশন কাউন্টারের পাশে একটি ব্রিফকেসে বোমাটি রাখা ছিল৷ খুব পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে৷ তখন কাউন্টারে প্রচুর লোকের ভিড় গেটপাশ নেবার জন্য৷ পুলিশের কাছে এই বিস্ফোরণের আগাম কোনো গোয়েন্দা খবর ছিলনা৷

NO FLASH Indien Bombenanschlag Neu Delhi
বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলছবি: AP

সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে ফেলা হয়৷ ছুটে আসে বিশেষ নিরাপত্তা বাহিনী, আ্যাম্বুলেন্স, ফরেনসিক কর্মীদল, দমকল৷ আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সোনিয়া পুত্র রাহুল গান্ধী আহতদের দেখতে ছুটে যান হাসপাতালে৷ গত চার মাসে দিল্লিতে একই জায়গায় এটি দ্বিতীয় বিস্ফোরণ৷ জাতীয় নিরাপত্তা বিভাগের মতে বিস্ফোরণে সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়৷

আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম এক বিবৃতিতে বলেন, গোটা দেশ এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছে৷ বিস্ফোরণের তদন্তে নামানো হয়েছে ২০ সদস্যের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ টিম৷ দিল্লি সব সময়ই জঙ্গিদের লক্ষ্যস্থল৷ সেজন্য দিল্লিতে সব সময় উচ্চ সতর্কতা জারি থাকে৷ গোয়েন্দা সংস্থা গত জুলাই মাসে দিল্লি পুলিশকে গোয়েন্দা  তথ্য দিয়েছিল৷ বিস্ফোরণের পেছনে কোন্ জঙ্গি গোষ্ঠীর হাত তা এখনো জানা  যায়নি৷ তবে ভারতের সুস্থিতি নষ্ট করাই এদের উদ্দেশ্য৷ তবে হালাকারীদের খুঁজে বের করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম৷ বিরোধী বিজেপির বর্ষীয়ান নেতা এল.কে আডবানি বলেন, দু:খের বিষয় রাজধানি দিল্লিতে ফের এই ধরণের জঙ্গি হামলা হলো৷ এই সঙ্কটকালে গোটা দেশ ঐকবদ্ধ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য