1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা বইমেলায় ৭১ বাংলাদেশি প্রকাশক

১৩ ডিসেম্বর ২০২৩

কলকাতা বইমেলা ২০২৪-এ অংশ নেবেন বাংলাদেশের ৭১ জন প্রকাশক। ১২ বছর পর জার্মানি আবার বইমেলায় যোগ দিচ্ছে।

https://p.dw.com/p/4a6es
বইমেলা নিয়ে দিল্লির ব্রিটিশ কাউন্সিলে সাংবাদিক সম্মেলনে বলছেন ত্রিদিব চট্টোপাধ্যায়।
কলকাতা বইমেলায় ৭১ জন বাংলাদেশি প্রকাশকের বই থাকবে বংলাদেশ প্যাভিলিয়নে। ছবি: Goutam Hore/DW

এবার কলকাতা বইমেলা হবে আগামী ১৮ থেকে ৩১ জানুয়ারি। সেখানে বাংলাদেশের জন্য আলাদা একটি প্যাভিলিয়ন থাকবে।  বংলাদেশের থেকে আসা প্রকাশকরা সেখানে অংশ নেবেন। মোট ৭১ জন প্রকাশকের বই ওই প্যাভিলিয়নে থাকবে বলে জানিয়েছেন বইমেলার উদ্য়োক্তা পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্য়ায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে।

দিল্লির ব্রিটিশ কাউন্সিলে সাংবাদিক সম্মেলনে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, প্রতিবারই বাংলাদেশের জন্য আমরা আলাদা একটা প্যাভিলিয়ন করি। এবারও করছি। সেখানে বাংলাদেশের ৭১ জন প্রকাশকের বই থাকবে।

এবার বইমেলায় যোগ দেয়া প্রকাশকদের সংখ্যাও বাড়ছে। গতবার ছিলেন ৯৫০ জন প্রকাশক। এবার থাকবেন এক হাজার একশ প্রকাশক। সেজন্য স্টলের আকার ছোট হচ্ছে।

ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এলিসন ব্যারেট(বামদিক থেকে চতুর্থ) ও বইমেলার উদ্য়োক্তারা।
দিল্লির ব্রিটিশ কাউন্সিলে বইমেলার উদ্যোক্তারা জানিয়েছেন, যুক্তরাজ্য এবার থিম দেশ হবে। ছবি: Goutam Hore/DW

থিম দেশ যুক্তরাজ্য

এবার কলকাতা বইমেলায় থিম দেশ হলো যুক্তরাজ্য। ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এলিসন ব্যারেট জানিয়েছেন, যুক্তরাজ্যের সব বড় প্রকাশক তো আসছেনই, বেশ কয়েকটি বিশ্ববিদ্য়ালয়ের সঙ্গে জড়িত লেখক, অধ্যাপক ও অনুবাদকও আসছেন।

ব্যারেট জানিয়েছেন, মেঘনাদ দেশাই, রোমা আগরওয়াল, সেবাস্তিয়ান ফকস, মাইকেল উিলসন, রবার্ট পটস, অনুপমা রাজু, কিশওয়ার দেশাই-সহ অনেক জনপ্রিয় লেখক, অর্থনীতিবিদ, কলামনিস্ট আসবেন। ভারতে ইংরাজি ভাষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা থাকবে। যুক্তরাজ্য়ে পড়ার সুযোগ, বিশ্ববিদ্যালয়গুলির সম্পর্কে জানার ব্যবস্থা থাকবে।

যুক্তরাজ্য এর আগেও তিনবার থিম দেশ হয়েছিল। এই নিয়ে চতুর্থবার তারা বইমেলার থিম দেশ হচ্ছে।

১২ বছর পর জার্মানি

জার্মানি দেশ হিসাবে এই বইমেলায় থাকছে। ত্রিদিব চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, ১২ বছর পর জার্মানি দেশ হিসাবে বইমেলায় অংশ নিচ্ছে।

জার্মানি ছাড়াও দেশ হিসাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইটালি, স্পেন, অস্ট্রেলিয়া, থাইল্য়ান্ড, আর্জেন্টিনা, কিউবা, পেরু থাকছে।

জিএইচ/এসজি