৭০ বছরেও যৌবনবতী বিকিনি
১৯৪৬ সালে মেয়েদের জন্য আকর্ষণীয় এক পোশাক নিয়ে এসেছিলেন ফরাসি এক প্রকৌশলী৷ পোশাকটির নাম দিয়েছিলেন ‘বিকিনি’৷ পোশাকটি এমনই আকর্ষণীয় যে ৭০ বছর বয়সেও একটুও বুড়ি হয়নি৷ বরং এ পোশাক পরলে বুড়িও যৌবনবতী হয়৷
চার ত্রিভূজের গল্প
মাত্র চার টুকরো ছোট ছোট কাপড়ে তৈরি পোশাকটি পরে ১৯৪৬ সালের ৫ জুলাই এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ফ্রান্সের স্ট্রিপটিজ ড্যান্সার মিশেলিন বার্নাডিনি৷ পোশাকের ডিজাইনার হিসেবে প্রকৌশলী লুই রেয়ার্ডের নাম ছড়িয়ে পড়ে তখনই৷
‘বিশ্বের প্রথম অ-পারমাণবিক বোমা’
দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে শেষ হয়েছে৷ শুরু হয়েছে শীতল যুদ্ধের যুগ৷ যুক্তরাষ্ট্র তখনো দক্ষিণ প্রশান্ত সাগরের বিকিনি অ্যাটলে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমা ছুড়ছে৷ ফরাসি প্রকৌশলী ওই বিকিনি অ্যাটলের কথা মনে করেই নতুন ধরণের সাঁতারের পোশাকটির নাম দিয়েছিলেন ‘বিকিনি’৷
নতুন হলেও পুরাতন
ফরাসি প্রকৌশলী নতুন চেহারার পোশাক নিয়ে এলেও পোশাকটি কিন্তু নতুন ছিল না৷ এক চিলতে দড়ি আর ছোট ছোট চারটি ত্রিভূজাকৃতির কাপড় দিয়ে তৈরি এমন পোশাক প্রাচীন রোমেও ছিল৷ ওপরের ছবিটিই তার প্রমান৷
পিন আপ কন্যাদের জন্য ‘স্বর্গীয় উপহার’
১৯৪৯ সাল৷ হলিউড কিংবদন্তি মেরিলিন মনরো তখন স্রাফ একজন পিন আপ কন্যা, অর্থাৎ পিন আপ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবেই তখন তাঁকে চিনতো সকলে৷ ওপরের ছবিটি সেই সময়ের৷ ব্রুকলিন জাদুঘরে এখনো শোভা পায় ছবিটি৷ ছবির শিরোনাম দেয়া হয়েছে, ‘সাগর সৈকতে মেরিলিন’৷
বিকিনিতে বন্ড গার্ল
জেমস বন্ড ছবিতে বহুবার বিকিনি পরে সুন্দরীরা দর্শক হৃদয় কাঁপিয়েছেন৷
অন্যরকম
১৯৭১-এর দিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানিতেও জনপ্রিয়তা পায় এক ধরণের বিকিনি৷ হাতে বোনা সেই বিকিনি দেখতে চমৎকার হলেও কিছু অসুবিধাও ছিল৷ কাপড় বেশি পানি শুষে নিত বলে খুব তাড়াতাড়িই বেশ ভারি হয়ে যেত পোশাকটি৷
ব্রাজিল ছিল বিকিনির বিরুদ্ধে!
শরীর বড় বেশি দেখা যায় বলে ব্রাজিলে শুরুর দিকে বিকিনি পড়েছিল প্রতিরোধের মুখে৷ ১৯৫০-এর দশকে বিকিনির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রিও ডি জেনিরোতে একটি সংগঠনও আত্মপ্রকাশ করেছিল৷ পরে অবশ্য ব্রাজিলেও বিকিনি ধীরে ধীরে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে৷
পাপারাৎসির আকর্ষণ
বিশ্বের বড় সব তারকারই পিছু নেয় পাপারাৎসিরা৷ অনেকেরই আশা থাকে – যদি একটা হৃৎস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দেয়া একটি ছবিও তোলা যায়!
ভলিবলেও বিকিনি
বিচ ভলিবল খেলাটি জনপ্রিয়ই হয়েছে মূলত বিকিনি পরা যৌনাবেদনময়ী নারীদের আকর্ষণে৷ ১৯৯৬ সাল থেকে অলিম্পিকেও নিয়মিত ইভেন্টের স্বীকৃতি পায় বিচ ভলিবল৷
ফিরে এল সেই বিকিনি
এ বছর ৭০ বছরে পা দিল বিকিনি৷ তাই বার্সেলোনায় গত জুনে অনুষ্ঠিত ফ্যাশন উইকেও ফিরে এসেছিল ১৯৪৬ সালের সেই বিকিনি৷