৬৮তম ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হল
৩১ আগস্ট ২০১১বিশ্বের সবচেয়ে পুরানো চলচ্চিত্র উৎসবে এবার রয়েছে এক বড় চমক৷ যে ২২টি ছবি ‘গোল্ডেন লায়ন'এর দৌড়ে রয়েছে, তার প্রত্যেকটি মুক্তি পাচ্ছে এই উৎসবেই৷ অর্থাৎ এর আগে সাধারণ দর্শকরা ছবিগুলি দেখার সুযোগ পান নি৷ উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘আইডেস অফ মার্চ'৷ ছবির পরিচালক ও অন্যতম অভিনেতা হলিউড তারকা জর্জ ক্লুনি৷ এবারের উৎসবে হলিউড'এর দাপট চোখে পড়ার মতো৷ মোট ৫টি হলিউড ছবি প্রতিযোগিতার দৌড়ে রয়েছে৷ আয়োজক দেশ ইটালি ও ব্রিটেনের তিনটি করে ছবিও মূল বিভাগে দেখানো হচ্ছে৷ এশিয়া থেকে মাত্র দু'টি ছবি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ সেগুলি হলো জাপানের ‘হিমিজু' ও হংকং থেকে ‘এ সিম্পল লাইফ'৷
উৎসবে অংশ নিলেও অনুপস্থিত থাকতে হচ্ছে পোলিশ-ফরাসি পরিচালক রোমান পোলানস্কি'কে৷ তাঁর সর্বশেষ ছবি ‘কার্নেজ' প্রতিযোগিতায় অংশ নিলেও মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি ইটালি যাওয়ার ঝুঁকি নিচ্ছেন না৷ প্রায় তিন দশক আগে এক নাবালিকার সঙ্গে অবৈধ সম্পর্কের জের ধরে পোলানস্কি'র গতিবিধি সীমিত হয়ে পড়েছে৷
১৯৩৭ সালে ভারতের ‘সন্ত তুকারাম' ছবিটি ভেনিসেই মুক্তি পেয়েছিল৷ ১৯৫৭ সালে এই ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন' পেয়েছিল সত্যজিত রায়ের ‘অপরাজিত' ছবিটি৷ তার পর থেকে অবশ্য ভারতীয় চলচ্চিত্র জগত ভেনিসে এত বড় মর্যাদা পায় নি৷ ৬৬তম উৎসবে অমিত দত্তর ছবি ‘আদমি কি অওরৎ অউর অন্য কাহানীয়া' ছবিটি বিশেষ জুরি পুরস্কার জয় করেছিল৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক