বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
৭ ফেব্রুয়ারি ২০২০পাকিস্তানের সবচেয়ে সফল বোলার শাহিন শাহ আফ্রিদি; পেয়েছেন চার উইকেট৷ বাংলাদেশের পক্ষে মোহাম্মদ মিথুন এবং নাজমুল হোসেন শান্ত যা একটু প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন৷ মিথুন ৬৩ ও শান্ত ৪৪ রানে আউট হন৷
শুক্রবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক আজহার আলি৷
সবুজ ঘাসে ঢাকা উইকেটে অধিনায়ক যে যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন তা প্রথম ওভারের তৃতীয় বলেই প্রমাণ করেন শাহিন শাহ আফ্রিদি৷ শূন্য রাতে ফেরান অভিষিক্ত সাইফ হাসানকে৷ পরে ওভারেই বিদান নেনে তামিম ইকবাল৷ দুই ওভারে দুই ওপেনারের বিদায়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ৷
শান্ত ও মুমিনুল হকের চেষ্টায় প্রথম ঘণ্টায় আর কোনো উইকেট পড়েনি৷ এ জুটি বাংলাদেশকে ভালো সংগ্রহের স্বপ্নও দেখাচ্ছিল৷ কিন্তু আবারও পাকিস্তানের ত্রাতা হয়ে আসেন আফ্রিদি৷ তার অফ স্ট্যাম্পের বাইরের বল কাভার ড্রাইভ করতে গিয়ে ঠিকমত খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক৷ বল ব্যাটের কানা ছুঁয়ে জমা হয় উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে৷ তারা ৫৯ রানের জুটি গড়েন৷
মাহমুদউল্লাহকে নিয়ে প্রথম সেশন পার করেন শান্ত৷ কিন্তু মধ্যাহ্ন বিরতির পর ফিরে প্রথম ওভারে উইকেট খোয়া শান্ত৷ ১১০ বলে ৪৪ রান করেন তিনি৷ মাহমুদউল্লাহ (২৫) মিঠুন ও লিটন দাস (৩৩) আশা দেখিয়েও শেষ মুহূর্তে বাজে বল তাড়া করতে গিয়ে আউট হয়ে যান৷ তাসের ঘরের মত বাংলাদেশের ব্যাটিং লাইন আপের বাকিটা ভেঙে পড়ে৷ ২৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ৷ আলোর স্বল্পতার কারণে তারপর আম্পায়ার দিনের খেলার ইতি ঘোষণা করেন৷
নিরাপত্তা শঙ্কায় এই সিরিজে নেই মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম। আইসিসির নিষেধাজ্ঞায় আগে থেকেই নেই সাকিব আল হাসান।
এসএনএল/কেএম