২০২৪ এ ঝরে পড়া নক্ষত্রেরা
নক্ষত্ররও পতন হয়। কিন্তু কখনো কখনো তাদের পতনে সৃষ্টি হয় এক নিদারুণ শূন্যতা, যা অনেকাংশেই অপূরণীয়। ২০২৪ এ আমরা হারিয়েছি বিশ্ব বরেণ্য কয়েকজন সংগীতজ্ঞ, অভিনয় শিল্পীকে।
ওস্তাদ রশিদ খান
ভারতীয় শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ রশিদ খান ১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে পদ্মশ্রী এবং সেইসাথে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। ২০২২ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন। গত ৯ জানুয়ারি মাত্র ৫৬ বছর বয়সে শেষ হয় তার পথচলা।
পঙ্কজ উধাস
১৭ মে ১৯৫১ গুজরাটে জন্মগ্রহণ করেন পঙ্কজ উধাস৷ আশির দশকে গজলের অনুষ্ঠান, অ্যালবাম এবং ছবির গানে শ্রোতা, দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ৷ ‘চান্দি জ্যায়সা রঙ হ্যায় তেরা', ‘দিওয়ারোঁ সে মিল কর রো না', ‘আহিস্তা, আহিস্তা'-সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পীর উল্লেখযোগ্য কয়েকটি অ্যালবামের নাম ‘নাশা', ‘পয়মানা',‘হামসফর'৷ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ২৬ ফেব্রুয়ারি শেষ নি:শ্বাস ত্যাগ করেন পঙ্কজ উধাস৷
সাদী মুহাম্মদ
রবীন্দ্রসংগীত শিল্পী ও সুরকার সাদী মুহাম্মদ শহীদ পরিবারের সন্তান৷ সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদীর জন্ম ১৯৫৭ সালের ৪ অক্টোবর, ঢাকায়। রবীন্দ্রসংগীত নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা এই শিল্পী ২০১৫ সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৩ মার্চ তিনি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেন।
শাফিন আহমেদ
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস-এর বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক শাফিন দীর্ঘদিন মঞ্চ মাতিয়েছেন দেশে ও বিদেশে। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৯ সালে মাইলসে যোগ দেন। তার গাওয়া জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও অন্যতম। ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় গত ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ডেম মার্গারেট নাটালি স্মিথ
ব্রিটিশ অভিনেত্রী ডেম মার্গারেট নাটালি স্মিথের জন্ম ১৯৩৪ সালের ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের ইলফোর্ড শহরে। দীর্ঘ কর্মজীবনে তিনি দুটি একাডেমি পুরস্কার, চারটি এমিসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন। তিনি ‘হ্যারি পটার’-এর সব কটি ছবিতে অধ্যাপক ম্যাকগোনাগলের চরিত্রে নজর কেড়েছিলেন। ২৭শে সেপ্টেম্বর ৮৯ বছর বয়সে লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
লিয়াম পেইন
ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন বিখ্যাত ইংলিশ-আইরিশ পপ ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ছিলেন। সর্বকালের অন্যতম সেরা ব্যান্ডের শিল্পী লিয়ামের জন্ম ২৯ আগস্ট ১৯৯৩ উলভার হ্যাম্পটন, ওয়েস্ট মিডল্যান্ডস , ইংল্যান্ডে। গত ১৬ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের একটি আবাসিক হোটেল রুমের বারান্দা থেকে পড়ে মারা যান তিনি।
হেলাল হাফিজ
১৯৪৮ সালের ৭ অক্টোবর বাংলাদেশের নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। কবির একমাত্র কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। তার কবিতার জনপ্রিয় দুটি পঙ্ক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতাপ্রেমীদের মুখে মুখে ফেরে। ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। হেলাল হাফিজ ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
ওস্তাদ জাকির হোসেন
তবলা বাদক, সুরকার ও সংগীত পরিচালক ওস্তাদ জাকির হোসেন অনেকের মতে সর্বকালের অন্যতম সেরা তবলা বাদক। ১৯৫১ সালের ৯ মার্চ মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ভারত সরকার এই গুণী শিল্পীকে ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ ও ২০২৩ সালে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে। ওস্তাদ জাকির হোসেন চারবার গ্র্যামি পুরস্কার জেতেন। ১৫ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।