২০২১ সালের ক্রীড়া আসর
করোনার কারণে বিদায়ী বছরে খেলাধুলার বেশিরভাগ বড় আয়োজনই বাতিল হয়েছে৷ তার অনেকগুলোই হওয়ার কথা ২০২১ সালে৷ কিন্তু সেটি কতটা সম্ভব হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরেই৷
মিসরে হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
১৩ জানুয়ারি মিসরে বসছে পুরুষদের হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ৷ ২০১৯ সালের জার্মানি ও ডেনমার্কের আসরের মতো ততটা দর্শক পাবে না মিসর সেটি অবধারিত বলা চলে৷ তবে আয়োজকদের আশা গ্যালারির ত্রিশভাগ অন্তত পূর্ণ হবে৷
অস্ট্রেলিয়ান ওপেন
চলতি বছর টেনিসের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ করোনার কারণে এবার স্বাভাবিক সময়ের চেয়ে তিন সপ্তাহ পরে হচ্ছে এ আসর৷ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার কথা ২৩ মে থেকে৷ ক্যালেন্ডার অনুযায়ী, উইম্বলডন ২৮ জুন আর ইউএস ওপেনের পর্দা উঠবে ৩০ আগস্টে৷
সুপার বৌল
সুপার বৌলের ৫৫ তম আসরটি বসবে ৭ ফেব্রুয়ারি৷ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরের এবারের আয়োজনটি হচ্ছে ফ্লোরিডাতে৷
শীতকালীন ক্রীড়া আসর
ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি শীতকালীন ক্রীড়া আসর শুরু হবে৷ ১-১৪ ফেব্রুয়ারি জার্মানির আল্টেনবার্গে চলবে স্কেলেটন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ৷ নর্ডিক স্কি ওয়ার্ল্ড চ্যাম্পয়নশিপটি হবে ওবার্স্টডর্ফে ২৩ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত৷
ফর্মুলা ওয়ানে সৌদি
চলতি বছর সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী ফর্মুলা ওয়ান এর আয়োজন হবে৷ মোট ২৩ রেসের এই আসরে প্রথমবারের মতো ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সৌদি আরব৷ শুরুটা হবে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে৷
আইস হকির অনিশ্চয়তা
মে-জুন মাসে বেলারুশ-লাটভিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা আইআইএইচএফ আইস চ্যাম্পিয়নশিপ৷ কিন্তু বেলারুশে সরকারবিরোধীদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে সহআয়োজক হতে রাজি নয় লাটভিয়া৷ তবে এরইমধ্যে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া৷
১২ দেশে ইউরো
গত গ্রীষ্মে শুরুর কথা থাকলেও ইউরো ২০২০ শেষ পর্যন্ত ২০২০ সালে হয়নি৷ বর্তমান পরিকল্পনা অনুযায়ী জুন ১১ থেকে জুলাই ১২ পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে৷ চারটি ম্যাচ হবে মিউনিখে, সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা লন্ডনে৷
অলিম্পিক হবে?
জাপানের ভাগ্যটা খারাপই বলা চলে৷ চার বছর পরপর হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক৷ তার সমস্ত প্রস্তুতি সারলেও বাধা দিলো করোনা৷ ২০২০ অলিম্পিক পিছিয়ে শুরু হওয়ার কথা ২০২১-এর ২৩ জুলাই থেকে ৮ আগস্টে৷ প্যারা অলিম্পিক হবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর৷
নারীদের রাগবি
১৮ সেপ্টেম্বর উঠবে নারীদের রাগবি বিশ্বকাপের পর্দা৷ এবার আয়োজক নিউজিল্যান্ড৷ সেখানে প্রথমবারের মতো যোগ দিচ্ছে মরক্কো৷
টি-টোয়েন্টি বিশ্বকাপ
চলতি বছর ক্রিকেটে আছে বেশ কয়েকটি বড় আসর৷ তার মধ্যে অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ ২০১৯-২১ এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১০ জুন লন্ডনে৷ জুন থেকে শুরু হবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব৷
টাইগারদের ব্যস্ত সূচি
দীর্ঘ বিরতির পর নতুন বছরের প্রথম মাস থেকেই ব্যস্ত সূচী শুরু হচ্ছে টাইগারদের জন্য৷ ২০ জানুয়ারি শুরু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ৷ আছে তিন ওয়ানডে, দুই টেস্ট৷ মার্চে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে৷ খেলবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি৷ জুনে জিম্বাবোয়ে সফর৷ জুলাইতে এশিয়া কাপের পরে ইংল্যান্ডের সঙ্গে আছে হোম সিরিজ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে খেলার কথা রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও৷