1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২১ সালে রেকর্ডসংখ্যক সাংবাদিকের জেল হয়েছে

১৬ ডিসেম্বর ২০২১

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে ৪৮৮ জন সাংবাদিক জেলে ছিলেন - যা ১৯৯৫ সালে গণনা শুরুর পর সর্বোচ্চ৷

https://p.dw.com/p/44Lx2
Myanmar | Festnahme eine Journalisten in Yangon
ছবি: Ye Aung Thu/AFP/Getty Images

মিয়ানমার, বেলারুশ ও হংকংয়ে গণমাধ্যমের উপর হামলার কারণে এত সংখ্যক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে আরএসএফ৷

অন্যদিকে, ২০২১ সালে ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা গণনা শুরুর পর সবচেয়ে কম৷ মধ্যপ্রাচ্যের স্থিতিশীল পরিস্থিতি এর একটি কারণ বলে মনে করছে আরএসএফ৷

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা আরএসএফ বলছে, ২০২১ সালে ৬০ জন নারী সাংবাদিক আটক হয়েছেন৷ এটিও একটি রেকর্ড বলে জানিয়েছে তারা৷

কারাবন্দি

হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের মাধ্যমে অনেক সাংবাদিককে আটক করেছে চীন৷ আরএসএফ এর হিসেবে সংখ্যাটি ১২৭, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ৷

এরপরেই আছে মিয়ানমার (৫৩), ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) ও সৌদি আরব (৩১)৷

হত্যা

আরএসএফ বলছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় কম সংখ্যক সাংবাদিক ঐ অঞ্চলে গিয়েছেন৷ সে কারণে হত্যার সংখ্যাও কমেছে৷

২০২১ সালে মেক্সিকোতে সাতজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ এরপরে আছে আফগানিস্তান (৬), ইয়েমেন (৪) ও ভারত (৪)৷

বাংলাদেশ পরিস্থিতি

আরএসএফ বলছে, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে একজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ তার নাম বোরহান উদ্দিন মুজাক্কির৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান৷ ২৫ বছর বয়সি মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার এবং অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন৷

এছাড়া ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়৷ আরএসএফ তার নাম ‘সিটিজেনস জার্নালিস্ট' ক্যাটাগরিতে উল্লেখ করেছে৷

২০২১ সালে বাংলাদেশে তিনজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে আরএসএফ৷ তারা হলেন দৈনিক জনতা ও ঝালকাঠির আঞ্চলিক দৈনিক সময়ের বার্তার নলছিটি প্রতিনিধি খলিলুর রহমান মৃধা, ডেল্টা টাইমসের আহমেদ খান বাবু এবং বাণিজ্য প্রতিদিনের মোহাম্মদ আখতারুজ্জামান৷

আরএসএফ বলেছে, যে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কিংবা জেলে গেছেন শুধু তাদের তথ্য পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে৷ অর্থাৎ কোনো সাংবাদিক সাংবাদিকতা ছাড়া অন্য কোনো কারণে খুন কিংবা জেলে গিয়ে থাকলে তাদের তথ্য আরএসএফ গণনায় উল্লেখ করেনি৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য