২০১৯ সালে খেলাধুলার সেরা কিছু মুহূর্ত
শেষ হতে চলেছে ২০১৯ সাল৷ ছবিঘরে দেখে নেয়া যাক এ বছরের সেরা কিছু মুহূর্ত...
ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বড় সাফল্য
ওয়ানডে বিশ্বকাপে ৪৪ বছরের অপেক্ষা শেষ হয়েছে ইংল্যান্ডের৷ নাটকীয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা৷ বেন স্টোকসের অলরাউন্ড নৈপুণ্যে সুপার ওভারে জয় পায় মর্গানের দল৷
সাকিবের বিশ্বকাপ
৮ ম্যাচে ৬০৬ রান করে আর ১১ উইকেট নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন সাকিব আল হাসান৷ তবে আসরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচশর বেশি রান করার পাশাপাশি ১০টির বেশি উইকেট নিয়েও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হতে পারেননি৷ সেই পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন৷
আবার মেসি
রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি৷ এবারের সাফল্যে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা৷
মেয়েদের ফুটবল বিশ্বকাপে আবার যুক্তরাষ্ট্র
ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে মেয়েদের ফুটবলের বিশ্বকাপ শিরোপা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র৷ ওপরের ছবিটি অন্য ম্যাচের৷
টাইগার উডসের ফেরা
অনেক দিন পর গলফে আবার বড় সাফল্য পেয়েছেন টাইগার উডস৷ এবার মাস্টার্স শিরোপা জিতেছেন তিনি৷
রাগবিতে সিয়া কোলিসির ইতিহাস
ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের মতো পুরুষদের রাগবি বিশ্বকাপ জিতেছে সাউথ আফ্রিকা৷ দলের অধিনায়ক ছিলেন কৃষ্ণাঙ্গ সিয়া কোলিসি৷ এই প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়কের নেতৃত্বে বিশ্বকাপ জিতলো সাউথ আফ্রিকা৷