২০১৬ সালে যেখানে ঘুরতে যাবেন
জাতিসংঘের হিসেবে বিশ্বের পর্যটকদের সবচেয়ে পছন্দের মহাদেশ হচ্ছে ইউরোপ৷ ২০১৫ সালে ৬০০ মিলিয়নের বেশি ভ্রমণকারী ইউরোপে বেড়াতে গিয়েছিলেন৷
বিয়ার তৈরির প্রণালীর ৫০০ বছর
১৫১৬ সালে আইন করে বিয়ার প্রস্তুতের উপায় বলা হয়েছিল৷ শুধুমাত্র বার্লি, হপস ফুল আর পানি দিয়ে বিয়ার তৈরি করা যাবে বলে আইনে বলা হয়৷ পরে অবশ্য ইস্ট যুক্ত হয় এর সঙ্গে৷ এই আইনের ৫০০ বছর উপলক্ষ্যে জুলাইয়ের শেষে তিনদিনের বিয়ার ফেস্টিভ্যাল হবে জার্মানির মিউনিখে৷ আর প্রতিবছরের মতো সেপ্টেম্বর ও অক্টোবর মাসের অক্টোবরফেস্ট তো আছেই৷
ল্যান্ডস্কেপ স্থপতির মৃত্যুর দেড়শ’ বছর
জার্মানির বন শহরে জন্ম নেয়া পেটার ইওসেফ লেনের নকশায় তৈরি তিনটি পার্ক – পটসডামের সঁসুসি পার্ক, পিকক আইল্যান্ড ও বার্লিনের গ্লিনিকে হান্টিং লজ পার্ক – ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে৷ ২০১৬ সালে তাঁর দেড়শ’তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হবে বার্লিনে৷
শেক্সপিয়ারের মৃত্যুর ৪০০ বছর
এই উপলক্ষ্যে তাঁর জন্মস্থান ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভনে একটি প্রদর্শনীর উদ্বোধন করা হবে৷ শেক্সপিয়ারের পরিবারের সদস্য, তাঁর সহকর্মী, প্রতিবেশী সহ তাঁর শুভানুধ্যায়ীদের সম্পর্কে ঐ প্রদর্শনীতে জানা যাবে৷ এই সুযোগে শেক্সপিয়ারের স্কুলও দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন৷
ইউরো ২০১৬
ফুটবলের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হবে ফ্রান্সের ১০টি ভেন্যুতে৷ এর মধ্যে যেমন আছে প্যারিস, তেমন আছে সরু রাস্তার শহর লিয়ঁ আর ওয়াইনের শহর বোর্দো৷ আইফেল টাওয়ারে নীচে স্থাপিত একটি বড় স্ক্রিনে টুর্নামেন্টের ম্যাচগুলো দেখানো হবে৷ প্রতিযোগিতা উপলক্ষ্যে অতিরিক্ত প্রায় ৩০ লক্ষ পর্যটক আশা করছে প্যারিস৷
ইউরোপের সাংস্কৃতিক রাজধানী
পোল্যান্ডের ভ্রক্সুয়াভ ও স্পেনের সান সেবাস্তিয়ান শহর দুটিকে ২০১৬ সালের জন্য ইউরোপের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে৷ এ উপলক্ষ্যে শহর দু’টিতে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে৷ ছবিতে সান সেবাস্তিয়ানের সৈকত দেখতে পাচ্ছেন৷
ডাচ চিত্রশিল্পীর মৃত্যুবার্ষিকী
রেঁনেসা যুগের ডাচ চিত্রশিল্পী হিয়েরোনিমুস বশ-এর ৫০০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ২০১৬ সালে৷ এ উপলক্ষ্যে তাঁর কিছু পেইন্টিং নেদারল্যান্ডসে তাঁর জন্মস্থানে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে৷ অবশ্য বশ-এর সবচেয়ে বিখ্যাত পেইন্টিং ‘দ্য গার্ডেন অফ আর্থলি ডিলাইটস’ মাদ্রিদের প্রাদো মিউজিয়ামেই থাকবে৷ ছবিতে বশ-এর ‘হেওয়েইন ট্রিপটিশ’ দেখতে পাচ্ছেন৷