1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৬ সালে বিশ্বকাপ ফুটবল ইটালিতে?

সঞ্জীব বর্মন৩ মার্চ ২০০৯

বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি ২০১৬ সালে বিশ্বকাপ ফুটবলের আসর আয়োজন করতে চায়৷ আগামী ৯ই মার্চের আগেই এই মর্মে আবেদন পেশ করবে ঐ দেশ৷

https://p.dw.com/p/H4Nz
২০০৬ সালে জার্মানিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইটালিছবি: AP

২০১৬ সালে বিশ্বকাপ ফুটবলের আসর কোথায় বসবে? বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি ঐ বছর আয়োজক দেশ হতে চায়৷ দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিয়ানকার্লো আবেতে একথা জানিয়েছেন৷ আগামী ৯ই মার্চ আবেদন জমা দেবার শেষ তারিখ৷ তার আগেই ইটালি ২০১৬ সালের আয়োজক দেশ হওয়ার লক্ষ্যে আবেদন জমা দিতে চায়৷ তাঁর মতে, এই প্রচেষ্টার ফলে দেশের ফুটবলের উপর ইতিবাচক প্রভাব পড়বে৷ ২০১৬ সালে ১৬টির বদলে ২৪টি টিম মূল পর্যায়ে খেলবে৷ উল্লেখ্য, ইটালি ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতা ‘ইউরো ২০১২’ আয়োজনের জন্য আবেদন পেশ করেছিল৷ কিন্তু UEFA পোল্যান্ড ও ইউক্রেনকে যৌথভাবে ঐ প্রতিযোগিতা আয়োজনের সুযোগ দিয়েছে৷