1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১১-র বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশে

দেবারতি গুহ২৪ ফেব্রুয়ারি ২০০৯

ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে চলেছে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ৷ তার উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচটি আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ৷

https://p.dw.com/p/H0Ww
বাংলাদেশে দ্রতই জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট৷ছবি: AP

শোনা যাচ্ছে, বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি৷ তবে এখনো পর্যন্ত উদ্বোধনী ম্যাচের বিষয়ে সিদ্ধান্তটা চূড়ান্ত না হলেও, সেটা মিরপুর স্টেডিয়ামে আয়োজনের সম্ভাবনাই বেশি৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার৷

প্রসঙ্গত, ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মিরপুরে হবে নাকি বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই বিতর্কে গত কিছুদিন ধরেই উত্তাল ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন৷ কিন্তু মঙ্গলবার এ-বিষয়ে সরকারের মনোভাবটা স্পষ্ট হলো৷

তার রেশ ধরেই প্রশ্ন উঠে এসেছে উদ্বোধনী ম্যাচ নিয়ে৷ কারণ এবার আইসিসি চাইছে উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই উদ্বোধনী ম্যাচটির আয়োজন করতে৷ কিন্তু, বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়ে কোন সমস্যা না থাকলেও, মূলত ফুটবলের জন্য ব্যবহৃত স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে৷ ক্রীড়া প্রতিমন্ত্রীও সেরকমই মত৷ বিশেষ করে একই দিনে দুটো অনুষ্ঠান দুটো মাঠে করাটাও একটা সমস্যা৷ আর তা খরচ সাপেক্ষও বটে৷ তাই ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব, উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন উদ্বোধনী ম্যাচ আয়োজন করার৷

এখন দেখাই যাক, আইসিসি সেই প্রস্তাব মেনে নেয় কিনা৷