শীর্ষে জার্মানি
১৭ জুলাই ২০১৪বার্লিনে সংবর্ধনায় প্রত্যেক জার্মান প্লেয়ারের টিশার্টেও লেখা ছিল হ্যাশ ওয়ান৷ গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মত ফিফা বিশ্ব র্যাংকিং-এ শীর্ষে পৌঁছেছে জার্মানি৷ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশিত হয়৷ লিওনেল মেসির আর্জেন্টিনাও খুব একটা পিছিয়ে নেই৷ তাদের অবস্থান র্যাংকিং-এর দ্বিতীয় অবস্থানে৷ বিশ্বকাপের আগে তাদের অবস্থান ছিল পঞ্চমে৷ বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করা নেদারল্যান্ডস ফিফা বিশ্বকাপ র্যাংকিং-এও তৃতীয় অবস্থানে রয়েছে৷ আর হামেস রডরিগেস-এর দুর্দান্ত পারফর্মেন্সের কারণে কলম্বিয়া পৌঁছে গেছে চতুর্থ অবস্থানে৷ এর পরেই বেলজিয়ামের অবস্থান৷ আর উরুগুয়ে পৌঁছে গেছে ষষ্ঠ অবস্থানে৷
সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ব্রাজিলের অবস্থানও সপ্তমে৷ আর গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এক নম্বর থেকে নেমে গেছে অষ্টম অবস্থানে৷ প্রথম ১০টি দলের মধ্যে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড ও ফ্রান্স৷
কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলার কারণে কস্টারিকা ১৬তম অবস্থান থেকে উঠে এসেছে ১২তম অবস্থানে৷ প্রথম পর্ব থেকে বিদায়ের কারণে ইংল্যান্ড তালিকার সবচেয়ে নীচে ২০ তম অবস্থানে নেমে গেছে৷
এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল পর্তুগালের অবস্থান ফ্রান্সের পরেই অর্থাৎ একাদশে৷ চিলির অবস্থান ১২তম, গ্রিস ১৩তম এবং ইটালি র্যাংকিং-এ ১৪তম অবস্থানে রয়েছে৷ এবারের বিশ্বকাপে ভালো খেলেছে যুক্তরাষ্ট্র৷ তাদের অবস্থান তালিকার ১৫তম স্থানে৷ ক্রোয়েশিয়া ১৭তম, মেক্সিকো ১৮তম এবং বসনিয়া-হ্যারৎসোগোভিনা রয়েছে ১৯তম স্থানে৷ আর চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৬৩-তে৷
এপিবি / জেডএইচ (এপি, এএফপি)