1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবলটিউনিশিয়া

হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স, দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া

৩০ নভেম্বর ২০২২

শেষ মুহূর্তে তিউনিসিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে প্রথম দুই খেলায় জিতে নক আউট পর্ব আগেই নিশ্চিত করে ফরাসিরা।

https://p.dw.com/p/4KJUE
গোলের পর টিউনিশিয়ার খেলোয়াড়দের উল্লাস
গোলের পর টিউনিশিয়ার খেলোয়াড়দের উল্লাসছবি: Clive Mason/Getty Images

অন্যদিকে, দারুণ খেলে বিশ্বকাপের অন্যতম সেরা দলকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠতে পারেনি তিউনিসিয়া। এছাড়াও অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ডেনমার্ককে হারালে তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়ে যায়।

ডি গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়া প্রথম থেকে চাপে রাখে ফ্রান্সকে। বেশকয়েকটি ভাল আক্রমণও করে। আট মিনিটেই এগিয়ে যেতে পারতো যদি গোলটি অফসাইড ঘোষিত না হত।

এদিকে, দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করা ফ্রান্স গ্রিজম্যান ও এমবাপেসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড় ছাড়াই মাঠে নামে। ফলে ফরাসিরা তাদের প্রত্যাশিত খেলা দেখাতে ব্যর্থ হলে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষহয়।

তবে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের গোল করে তিউনিসিয় ফরওয়ার্ড ওয়াহিখাজরি। এরপর ফরাসি কোচ এমবাপে আর গ্রিজম্যানকে মাঠে নামিয়ে খেলা গতি আনে। একের পর এক আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ফ্রান্স।

তবে খেলার শেষ বাঁশি বাজার খেলা নাটকীয় মোড় নেয়। যোগ করা সময়ের নবম মিনিটে সমতা ফিরান গ্রিজমান। কিন্তু ভিএআরে অফসাইডে সেটি বাতিল হয়ে গেলে প্রথম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে ফরাসিদের।

ডি গ্রুপের অন্য খেলায় ডেনমার্ককে ১-0 গোলে হারিয়ে শেষ ষোলতে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেয় ম্যাথু লেকি। ফলে ১৬ বছর পর আবার দ্বিতীয় পর্বে খেলবে দলটি।

একেএ/ কেএম