1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিজাব দিয়ে মাথা ঢেকেছি, কিন্তু সত্তাকে ঢেকে রাখি নি: নায়লা খাহলিল

৩০ জুলাই ২০০৯

প্যালেস্টাইনে যখন কোন প্রাচীর সৃষ্টি করা হয় - তা সে সরকারি বা বেসরকারি চেকপয়েন্ট - যাই হোক না কেন, যে কোন সাংবাদিকের সেখানে পৌঁছতে, সেখান থেকে কাজ করতে সময় লাগে কমপক্ষে এক ঘন্টা৷ কিন্তু, সে সাংবাদিকটি যদি কোন নারী হন?

https://p.dw.com/p/J0Ez
ফাইল ফটোছবি: AP

সাংবাদিকের জীবন কখনো নিয়মের স্বভাব ধরে চলে না৷ প্রতি মুহূর্তেই তার ওপর ঝুলে থাকে নানা হুমকির খড়গ৷ আছে জীবননাশের হুমকিও৷ আর শুধু হুমকিই নয়, তাদের ওপর হামলার ঘটনা ঘটছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া তথা বিশ্বের বিভিন্ন দেশে৷ সাম্প্রতিককালে প্রকাশিত সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশনের বার্ষিক এক প্রতিবেদনে অবশ্য দেখা যাচ্ছে, ২০০৭ সালে যেখানে রেকর্ডসংখ্যক ১৭২ জন সাংবাদিক নিহত হয়েছিল, সেখানে ২০০৮ সালে সে সংখ্যা নেমে এসেছে ১০৯-এ৷ তবে সংখ্যার এই তারতম্য তাঁদের জন্য সামান্যই স্বস্তি বয়ে এনেছে৷ মৃতের সংখ্যা হয়তো কমছে, কিন্তু বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমবর্ধমান হামলার মুখে আছে আজও৷ বিশেষ করে একজন নারী সাংবাদিকের জীবনে৷

মার্কিন দুই নারী সাংবাদিককে উত্তর কোরিয়ার আদালত কারাদণ্ড দেওয়ার পর এখন তাদের মুক্ত করে আনতে নানা উপায় খুঁজছে ওবামা প্রশাসন৷ অন্যদিকে, ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক রোকসানা সাবেরি ইরানের কারাগার থেকে ছাড়া পেয়েছেন ইতিমধ্যেই৷ কিন্তু, নারী সাংবাদিকের জয়ের গল্প তো মুষ্ঠিমেয়৷ বিশেষ করে প্যালেস্টাইনের মতো যুদ্ধবিদ্ধস্ত এলাকায়৷ বেশিরভাগ ক্ষেত্রেই ফিলিস্তিনি নারী সাংবাদিকরা দৈনন্দিন তাচ্ছিল্যের শিকার৷ শিকার অসম বেতনের, সীমাহীন লাঞ্ছনার৷ শিকার দমন-নিপীড়ন, তথা পুরুষতান্ত্রিক সমাজ-ব্যবস্থার৷

সাংবাদিক নায়লা খাহলিল-এর গল্প

নায়লা খাহলিল-এর বাবা-মা চেয়েছিলেন মেয়ে বড় হয়ে সংসার করবে, সন্তান ধারণ করবে৷ কিন্তু, সেই ছোট্ট বেলা থেকেই নায়লা ছিল একটু অন্যরকম৷ ঘরকন্নার কাজে কোনদিনই সেভাবে মন ছিল না তাঁর৷ তাই নায়লা আর পাঁচটা ফিলিস্তিনি মেয়ের মতো বড় হলেও, তাঁর সত্তা হয়ে উঠেছিল প্রতিবাদী৷ সাংবাদিকতায় এসে হামাস ও ফাতাহ গোষ্ঠির ওপর তাঁর প্রতিবেদনের জন্য অল্প সময়ের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন নায়লা৷ এমনকি গত বছর সাংবাদিকতায় অসাধারণত্ব প্রমাণ করার পর, ইউরোপীয় কমিশনের সমীর কাসির পুরস্কারটিও পান নায়লা৷ যদিও পুরস্কার পর্যন্ত পৌঁছোনোর আগে অনেক কষ্ট, বহু সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে৷ নায়লা জানান: এখানে একজন নারী সাংবাদিক হিসেবে যে কোন ধরনের কাজ করাটাই কষ্টকর৷ সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য এখানে না আছে কোন সংস্থা, না আছে আর কেউ৷ তাই এখানে কেউ যদি হুমকি বা নিপীড়নের শিকার হয় - তবে তার কিছুই করার থাকে না৷

এরপরেও হাল ছাড়ার পাত্রী ছিলেন না নায়লা

তাঁর পুরুষ সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন নায়লা৷ সেই প্রথম থেকেই৷ ছেলেবেলায় যখন তাঁর পুতুল খেলার বয়স, নায়লা তখন বাড়িতে বসে বসেই এক নিঃশ্বাসে পড়ে ফেলেছেন কোরান এবং সহস্র এক আরব্য রজনী৷ ছোট ভাইদের দলে মিশে ইসরায়েলিদের পাথুর ছুড়ে মারা থেকে বাড়ির একমাত্র সম্বল ঐ দুটি বই পড়াকেই শ্রেয় বলে মনে হয়েছে তাঁর৷ ছোটবেলা থেকেই প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যেকার সম্পর্ক, রাজনৈতিক দ্বন্দ্ব আকর্ষণ করেছে নায়লাকে৷ হিজাবে অভ্যস্ত হয়েও, কখনই নিজের মস্তিষ্ক, নিজের মননকে ভুলে যান নি তিনি৷ নায়লার কথায় : আমার এখনও মনে আছে৷ সেই কবের কথা৷ আমি প্রথমবারের মতো চাকরির ইন্টারভিউ দিতে এসেছি...সংস্থাটির প্রধান আমাকে জিজ্ঞাসা করেছিলেন, একজন হিজাব পড়া মেয়েকে আমি কিভাবে আমার সহকর্মী হিসেবে মেনে নেই বলুন তো ? উত্তরে আমি বলি, আমি হিজাব দিয়ে আমার মাথা ঢেকেছি ঠিকই, কিন্তু কখনই আমার সত্তাকে ঢেকে রাখি নি৷

পুরুষ সহকর্মীদের কাছ থেকে মর্যাদা পান নি নায়লা

স্থানীয় আল-আয়াম পত্রিকার জন্য কাজ শুরু করে প্রথম দিনই নায়লাকে সাবরা এবং শালিতা শরণার্থী শিবিরে কয়েকটি সাক্ষাৎকার নিতে হয়৷ নেয়ও সে৷ কিন্তু পরের দিনই দেখা যায়, যে লেখাটা তাঁর নাম ছাড়াই প্রকাশিত হয়েছে৷ আর এটা একবার নয়, বহুবার ঘটেছে নায়লার এই সাংবাদিকতা জীবনে৷ তাঁর যে কোন গুরুত্বপূর্ণ কাজকেই পরিবর্তন করতে, চুরি করতে উদ্যত হয়েছে অনেকে৷ কোন পুরুষ সহকর্মী কোনদিনই চাননি নায়লাকে তাঁর সম্পূর্ণ মর্যাদাটুকু দিতে৷ নায়লা বললেন : আমাদের পত্রিকায় আমি একমাত্র নারী সাংবাদিক৷ অনেক সময়ই আমাকে অফিসে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়৷ কখনও বা থাকতে হয় সেই রাত ভোর হওয়া পর্যন্ত৷ লক্ষ্য করেছি, চোখে পড়লে বহু সহকর্মীই আমাকে জিজ্ঞাসা করেছে, কি নায়লা, বাড়ি যাচ্ছো না কেন ? ঘরে কাজ নেই ? রান্না, ঘর পরিস্কার করা - এসব করতে হবে না ? আমি এসব প্রশ্ন এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেই৷ মনে মনে হাসি৷ আর মুখে বলি, তোমরা বরং নিজের কাজে মন দাও৷ এই আমার মতো৷

তবে ২০০৮ সালে ইউরোপীয় কমিশনের দেওয়া সমীর কাসির পুরস্কারটি পাওয়ার পর থেকে এ অবস্থা অনেকটাই যেন পাল্টে গেছে৷ নায়লার পুরুষ সহকর্মীরাও এখন নায়লার প্রশংসায় পঞ্চমুখ৷ কিন্তু আজও তাদের যদি জিজ্ঞাসা করা হয়, একজন নারী সাংবাদিককে বিয়ে করতে তারা রাজি কিনা - তখন নিরুত্তর থাকাটাকেই শ্রেয় মনে করেন তাঁরা৷

এ প্রশ্নের উত্তরে শুধু ফিলিস্তিনি পুরুষ কেন, সমস্ত পুরুষতান্ত্রিক সমাজই বোধহয় নিরব থাকে৷

প্রতিবেদক: দেবারতি গুহ

সম্পাদনা: আবদুস সাত্তার