হার চুরির দণ্ড ভোগের পর লিন্ডসে লোহানের মুক্তি
৩০ জুন ২০১১‘মিন গার্লস' খ্যাত সেই শিশু তারকা দু'দিন পরেই ২৫ বছরে পা দেবেন৷ ২রা জুলাই ২৫তম জন্মবার্ষিকী এই জনপ্রিয় তারকার৷ কিন্তু গত চারটি বছর ধরে অঘটন আর অপরাধের জালে আটকে আছেন লোহান৷ অতিরিক্ত মদ খেয়ে মাতাল অবস্থায় গাড়ি চালানো দিয়েই তাঁর অঘটনের শুরু৷ একবার নয়, ২০০৭ সালেই দুই দুইবার এই অপরাধে ধরা পড়েন তিনি৷ সেই যে শুরু হয়েছে আইন-আদালতের আশপাশে ঘোরা, তা এখনও চলছে৷
গত চার বছরের মধ্যে প্রায় আট মাসই কেটেছে হয় কারাগারে, না হয় সংশোধনাগারে, নয়তো গৃহবন্দিত্বের দশায়৷ বেশ কয়েক দফা বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে৷ আবার কারাগারে সদাচারণের কারণে আগেভাগেই মুক্তিও পেয়েছেন৷ পাঠানো হয়েছে সংশোধনাগারে৷ আবার নির্ধারিত সময়ের জন্য শর্তসাপেক্ষে প্রোবেশন তথা অবেক্ষণ দশাতেও রাখা হয়েছে তাঁকে বেশ কিছু সময়৷ কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে, কিছুদিন হয়তো ভালো থাকেন, তারপরেই আবার একটা কোন অঘটন ঘটিয়ে বসেন লোহান৷ নিষেধ থাকা সত্ত্বেও কয়েকবার তাঁর রক্তে মাদকের অস্তিত্বও ধরা পড়ে৷
তবে শেষমেষ তাঁর দণ্ড হয়েছিল লস অ্যাঞ্জেলেসের একটি স্বর্ণের দোকান থেকে আড়াই হাজার ডলার মূল্যের একটি গলার হার চুরির দায়ে৷ মামলার বিবরণী থেকে জানা গেছে, দোকানের মধ্যে হারটি দেখতে দেখতে নিজের গলায় পরে নেন তিনি৷ তারপর চুপিসারে বের হয়ে আসেন সেই হার গলায় দিয়ে৷ হয়তো ছোট-খাটো চোর হলে বিষয়টি এতোটা আলোচনায় আসতো না৷ কিন্তু লোহান বলেই কথা৷
এরপর গত মে মাসে তাঁকে ১২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়৷ তবে শেষ পর্যন্ত বেশ কিছু কারণে তা সীমিত হয়ে গৃহবন্দিত্বে দাঁড়িয়েছিল৷ এতোদিন তাঁর পায়ে পরিয়ে রাখা হয়েছিল একটি ইলেক্ট্রনিক কড়া৷ সেটি খুলে দেওয়া হয়েছে বুধবার৷ ফলে আবারও মুক্তির সুখ পেলেন লোহান৷ জানা গেছে, হলিউড তারকা জন ট্রাভোল্টা এবং আল প্যাচিনোর সাথে একটি নতুন ছবিতে এ বছরেই অভিনয় শুরু করতে যাচ্ছেন এই আলোচিত মডেল৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী