1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

হামাস প্রধান হানিয়া মৃত: ইরানের রেভলিউশনারি গার্ড

৩১ জুলাই ২০২৪

ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়া তেহরানে মারা গেছেন।

https://p.dw.com/p/4iw4O
হামাস প্রধান ইসমাইল হানিয়া।
হামাস-প্রধান হানিয়ার তেহরানে মৃত্যু হয়েছে। ছবি: Vahid Salemi/AP Photo/picture alliance

রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস প্রধানকে হত্যা করা হয়েছে।

রেভলিউশনারি গার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে. তেহরানে হামাস-প্রধান যে বাড়িতে ছিলেন, সেটি বুধবার সকালে আক্রান্ত হয়। হানিয়ার দেহরক্ষীও মারা গেছেন

বলা হয়েছে, কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে ও শীঘ্রই তা জানানো হবে।

আরেকটি পৃথক বিবৃতিতে হামাস জানিয়েছে, হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে গেছিলেন। ইরানেই তাকে হত্যা করা হয়েছে। হামাস বলেছে, 'জায়নিস্ট হামলায়' তার মৃত্যু হয়েছে। 

কে এই হানিয়া?

হানিয়া ১৯৮৭ হামাসে যোগ দেন।  তিনি ২০০৬ সালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হন। তবে তার বিরোধী গোষ্ঠী তার প্রধানমন্ত্রী হওয়ার প্রতিবাদ জানিয়ে গিয়েছে ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি ২০১৭ সালে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। 

২০১৬ সাল থেকে তিনি কাতার ও তুরস্কে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তখন থেকে তিনি ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন। সাম্প্রতিক সময়ে তিনি ইরান ও তুরস্কের রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। 

তাকে শেষ দেখা গিয়েছিল মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে। মঙ্গলবার তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের সঙ্গেও দেখা করেছিলেন। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)