হাজী সেলিম দেশে ফিরলেন
৫ মে ২০২২ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, ‘‘এয়ারপোর্ট থেকে উনি সরাসরি ২৮ নম্বর ওয়ার্ডে খাজা দেওয়ান জামে মসজিদে গিয়ে একজন কর্মীর জানাজায় অংশ নিয়েছেন৷ পরে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে বাসায় ফিরবেন৷ উনার শারীরিক অবস্থা এখন ভালো৷’’
হাজী সেলিম কবে আদালতে আত্মসমর্পণ করতে পারেন জানতে চাইলে বেলাল বলেন, ‘‘এটা একেবারেই আইনজীবীর ওপর নির্ভরশীল৷ আইনজীবী যখন বলবেন, তখন যাবেন৷’’
‘অবৈধ সম্পদ' অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে হাই কোর্ট তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল৷ সে অনুযায়ী ঈদের পর তিনি আত্মসমর্পণ করবেন বলে তার আইনজীবী জানিয়েছিলেন৷
কিন্তু ঈদের আগে আগে ৫ মে সেলিম থাইল্যান্ডে গেলে নানামুখী আলোচনা শুরু হয়৷ আত্মসমর্পণ না করে তিনি পালালেন কি না, সেই প্রশ্নও ওঠে৷
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবি খুরশীদ আলম খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘হাজী সেলিমের দেশত্যাগের বিষয়ে আমরা কিছুই জানি না৷ উনি কীভাবে যেতে পারলেন তা আমাদের প্রশ্ন৷ উনি একজন সাজাপ্রাপ্ত আসামি, তার যাওয়ার আইনি কোনো সুযোগ নেই৷ উনার তো আদালতে আত্মসমর্পন করার কথা ছিল৷"
তবে সেলিমের ব্যক্তিগত সচিব বেলাল বলেছিলেন, ‘‘স্যার চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন৷… ট্রিটমেন্ট শেষে, ৫ তারিখে দেশে ফিরবেন৷ উনি কেন পালাবেন? দেশে এসে তিনি আত্মসমর্থন করবেন৷ আইনের প্রতি স্যার শ্রদ্ধাশীল৷ আত্মসমর্পণের আগে ট্রিটমেন্ট করে নিচ্ছেন৷’’
দুদকের করা ‘অবৈধভাবে সম্পদ' অর্জনের যে মামলায় হাজী সেলিমের সাজা হয়েছে, সেটি দায়ের করা হয়েছিল ২০০৭ সালের ২৪ অক্টোবর- সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে৷ পরের বছর ২৭ এপ্রিল বিশেষ আদালত তাকে দুই ধারায় মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়৷
পাশাপাশি জ্ঞাত আয় সম্পদ অর্জনে ‘সহযোগিতার' অভিযোগে হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়৷
হাজী সেলিম এবং তার স্ত্রী ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি উচ্চ আদালত তাদের সাজা বাতিল করে রায় দেয়৷ দুদক তখন সর্বোচ্চ আদালতে আপিল করে৷
ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাই কোর্টের রায় বাতিল হয়ে যায়৷ সেই সঙ্গে সেই শুনানি শেষে ২০২১ সালের ৯ মার্চ হাই কোর্ট বেঞ্চ একটি ধারায় হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখে এবং অন্য ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে অব্যাহতি দেয়৷ আর আপিল বিচারাধীন থাকা অবস্থায় মারা যাওয়ায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমের আপিলটি বাতিল করা হয়৷
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ব্যবসায়ী হাজী সেলিম আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টমণ্ডলীতে রয়েছেন৷ বিগত কমিটিতে তিনি সদস্য ছিলেন৷ তার আগে তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)