1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গেরিয়ান তারকা অ্যাডাম সালাইয়ের হ্যাট্রিক

২৮ অক্টোবর ২০১২

নেভেন সুবোটিচ এবং মারিও গোয়েৎসের দুই গোল বোরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে জয় এনে দিল ফ্রাইবুর্গের মাঠে৷ ফলে বুন্ডেসলিগার অন্যতম সেরা এই দলটি পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সাথে ব্যবধান কিছুটা কমিয়ে আনল৷

https://p.dw.com/p/16YMW
Fußball Bundesliga 09. Spieltag: 1. FSV Mainz 05 - 1899 Hoffenheim am 27.10.2012 in der Coface Arena in Mainz. Der Mainzer Junior Diaz (l) und Marco Caligiuri (r) und der Hoffenheimer Roberto Firmino (M) versuchen an den Ball zu kommen. Foto: Fredrik von Erichsen dpa (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ফ্রাইবুর্গের তুষারাচ্ছাদিত মাঠে প্রথমার্ধে ডর্টমুন্ডকে বেশ চেপেই রেখেছিল স্বাগতিকরা৷ কিন্তু তাদের তাক করা বল শেষ পর্যন্ত সবগুলোই গোলপোস্টের আশপাশ দিয়ে চলে গেছে৷ এমনকি ফালো দিয়াগনের হেড করা বলটিও গোলবারের একটু উপর দিয়ে চলে যায়৷ তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় ডর্টমুন্ডের তারকারা৷

৫৪ মিনিটে প্রথম গোল করেন নেভেন সুবোটিচ এবং ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন জার্মানির আন্তর্জাতিক ফুটবলার মারিও গ্যোয়েৎসে৷ খেলা শেষ ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘‘আসলে এরকম মাঠের সাথে তাল মেলাতেই আমাদের প্রথমার্ধ কেটে গেছে৷ তবে বিরতির পর আমরা বেশ ভালো খেলেছি এবং জয় আমাদের প্রাপ্য ছিল৷ আসলে এরকম মাঠে যে কোন অঘটনই ঘটতে পারতো৷''

Fußball Bundesliga 9. Spieltag: SC Freiburg - Borussia Dortmund am 27.10.2012 im Mage Solar Stadion in Freiburg (Baden-Württemberg). Der Freiburger Cedrick Makiadi (l) und der Dortmunder Mario Götze kämpfen um den Ball. Foto: Uli Deck/dpa (Achtung: Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z.B. via Bilddatenbanken). +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

যাহোক, প্রতিপক্ষের মাঠে খেলতে এসে শনিবার প্রথম জয় পেল ডর্টমুন্ড৷ আর এই জয়ের ফলে তাদের ঝুলিতে এখন ১৫ পয়েন্ট৷ তবুও অবস্থান চারের ঘরে৷ কারণ ২৪ পয়েন্টধারী বায়ার্ন মিউনিখের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শালকে৷ আর ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ শালকে মূলত ন্যুরেমব্যার্গকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে৷ ৭৭ মিনিটে জেফারজন ফারফারের গোল এগিয়ে দিয়েছে শালকেকে৷

তবে শনিবার দিনটি ছিল মূলত হাঙ্গেরির আন্তর্জাতিক তারকা অ্যাডাম সালাইয়ের৷ কারণ হফেনহাইমের বিরুদ্ধে খেলতে নেমে একাই তিনটি গোল করেন সালাই৷ ২১, ৪৬ এবং ৬৪ মিনিটে তিন গোল করে মাইন্সকে ৩-০ গোলে জয় উপহার দেন সালাই৷ এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ডের ঘাড়ে নিশ্বাস ছাড়ছে মাইন্স৷ অন্যদিকে হফেনহাইমের অবস্থান নিচের দিক থেকে পঞ্চম৷ তাদের পয়েন্ট এখন পর্যন্ত মাত্র ৮৷

এএইচ / আরআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য