1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট

২৭ ডিসেম্বর ২০১১

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট বেশ জনপ্রিয়৷ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি ভাষা এই ইন্সটিটিউটে শেখানো হয়৷ প্রফেসর হান্স হারডার জার্মান নাগরিক৷ তিনি দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটে বাংলা, হিন্দি এবং উর্দু শেখান৷

https://p.dw.com/p/13ZTn
Titel: Poems from Bangladesh Aufgenommen am: 12.05.2011 Bildbeschreibung: The German translation of the Bangladeshi poet Sheikh Hafizur Rahman's book 'The dream' (der Traum) was realeased in Heidelberg on 12.05.2011. Among those present in the evening were the translator Ashraf-uz-Zaman Sarker, the ambassador of Bangladesh in Berlin, Mosud Mannan, noted poet Alokeranjan Dasgupta and Professor Hans Harder, Head of Department of Modern South Asian Languages and Literatures, Heidelberg University and Christian Weiß of Draupadi Verlag und Abdullah Al-Farooq, head, Bengali service of Deutsche Welle. Bildrechte: Ich habe selbst diese Bilder gemacht und stelle sir der DW-Bilderdatenbank zur Verfügung. Sanjiv Burman
একটি বাংলা কাব্য আলোচনায় প্রফেসর হান্স হারডারছবি: DW

ইন্সটিটিউট প্রসঙ্গে তিনি বললেন, ‘‘দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় প্রায় ৫০ বছর আগে৷ অর্থাৎ, আগামী বছর আমরা এই ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তি পালন করবো৷ সেই উপলক্ষ্যে বিভিন্ন ধরণের উৎসবের আয়োজন করা হয়েছে৷ ৫০ বছর আগে বাডেন ভূর্টেমব্যার্গ রাজ্যের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্কের শুরু৷ বিশেষ করে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগের সূত্রপাত তখন থেকেই৷ সংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকগুলোও ছিল৷ তখন ঠিক করা হয়েছিল যে এখানেও ‘এশিয়া স্টাডিজ'-এর মডেলে একটি সংস্থা থাকা উচিত৷ বিশেষ করে যারা দক্ষিণ এশিয়া সম্পর্কে ভাল করে জানতে চায়, তারা সেখানে যেতে পারবে৷''

কোন বিষয়গুলো পড়ানো হয় দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটে? এ প্রশ্নের উত্তরে প্রফেসর হারডার জানান, ‘‘বংলার পাশে বেশ ভালো করে হিন্দিও পড়ানো হচ্ছে৷ উর্দু এবং তামিলও শেখানো হয় এখানে৷ এছাড়া রয়েছে সংস্কৃত৷ এগুলো আমাদের প্রধান কোর্স৷ এর পাশপাশি রয়েছে পালি এবং দারি৷ দারি আফগানিস্তানের ভাষা৷ এছাড়া, আমরা সিংহল ভাষাও শেখাচ্ছি৷''

Blick auf das historische Gebäude der Universität in Heidelberg, die 1986 ihr 600-jähriges Bestehen feierte. (Aufnahme vom 24.10.1986).
হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ছবি: dpa

এই ইন্সটিটিউটে শুধুমাত্র যে ভাষা শেখানো হয় - তা নয়৷ এখানে আরো অন্যান্য বিভাগ আছে৷ ইন্দোলজির বিভাগ পুরোপুরি ভাষাভিত্তিক৷ অবশ্য ইংরেজি এবং জার্মান ভাষার মাধ্যমে যে বিষয়গুলো শেখানো হয়, সেগুলো ভিন্ন৷ সেসব বিভাগের মধ্যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ভূগোল এবং অর্থনীতি উল্লেখযোগ্য৷ আর এই বিষয়গুলো পড়তে হলে দক্ষিণ এশিয়ার ভাষা যে শিখতেই হবে, তেমন কোনো নিয়ম নেই৷ হান্স হারডার'এর কথায়, ‘‘শিখলে ভালো, কিন্তু না শিখলেও কোনো সমস্যা নেই৷ তবে মূল বিষয় হলো, আমরা সকলেই এখানে দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করি৷ ''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য