1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের ছবিতে দেখা যাবে ‘বিগ বি’কে

৯ সেপ্টেম্বর ২০১১

বলিউড কাঁপানো তারকা বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে এবার দেখা যাবে হলিউডের ছবি ‘দ্য গ্রেট গ্যাটসবি’তে৷ সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা লিওনার্ডো ডি ক্যাপরিও৷

https://p.dw.com/p/12WB2
অমিতাভ বচ্চনছবি: UNI

লিওনার্ডো ডি ক্যাপরিওর পাশাপাশি ছবিতে আরো থাকবে স্পাইডারম্যান খ্যাত টোবি ম্যাকগুয়াইয়ার, ক্যারি মালিগ্যান৷ ছবির পরিচালক বাজ লারম্যান৷ লেখক স্কট ফিট্সজেরাল্ড ১৯২৫ সালে দ্যা গ্রেট গ্যাট্সবি উপন্যাসটি লেখেন৷ ১৯৭৪ সালে ছবিটি প্রথম তৈরি করা হয়৷ তখন অভিনয় করেছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা রবার্ট রেডফোর্ড এবং অভিনেত্রী মায়া ফ্যারো৷ 

৬৮ বছর বয়স্ক বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন এই প্রথম অভিনয় করবেন হলিউডের ছবিতে৷ সম্প্রতি ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে এই তথ্য জানিয়েছে৷

ক্যালিফোর্নিয়ায় এই সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হবে এবং অমিতাভ বচ্চন অভিনয় করবেন মায়ার ওল্ফসহাইমের ভূমিকায়৷ অমিতাভ বচ্চন গত মাসে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন৷ সেখানেই ছবির বেশিরভাগ শুটিং অনুষ্ঠিত হয়েছে৷ তবে এনিয়ে বচ্চন তার নিজস্ব ব্লগে কিছুই লেখেননি বা ফ্যানদের কিছুই জানাননি৷

তবে তিনি শুধু জানিয়েছিলেন যে তিনি ২৯শে আগস্ট দেশে ফিরবেন৷ বিদেশের মাটিতে তিনি বেশ ভাল সময় কাটিয়েছেন৷

অমিতাভ বচ্চন, ডি ক্যাপরিও অভিনীত দ্যা গ্রেট গ্যাটসবি মুক্তি পাবে আগামী বছর৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য