1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজহংকং

হংকংয়ে গ্রেপ্তার বিশিষ্ট সাংবাদিক

৮ সেপ্টেম্বর ২০২২

পুলিশকে আইডি কার্ড না দেখানোয় হংকংয়ে গ্রেপ্তার সাংবাদিক। কিছুদিনের মধ্যেই তার অক্সফোর্ড যাওয়ার কথা ছিল।

https://p.dw.com/p/4GYOT
হংকংয়ের সাংবাদিক রনসন চান
ছবি: May Tes/ZUMA Wire/IMAGO

হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রনসন চানকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। চানের সংবাদমাধ্যম চ্যানেল চ্যানেল সি জানিয়েছে, চান এবং তার এক সহকর্মী শহরের মং কক অঞ্চলে গেছিলেন। সেখানে পুলিশ তাদের কাছে আইডি কার্ড দেখতে চায়। চান আইডি কার্ড দেখাতে অস্বীকার করেন। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়।

চানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন এবং দেশদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় জামিন পাওয়ার কোনো সুযোগ নেই।

আগামী কিছুদিনের মধ্যেই অক্সফোর্ডে রয়টার্সের একটি ফেলোশিপ প্রোগ্রামে যাওয়ার কথা ছিল চানের। তার আগেই তাকে গ্রেপ্তার করা হলো।

দীর্ঘদিন ধরেই সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে লড়াই করছেন চান। এর আগেও পুলিশ একাধিক সাংবাদিককে গ্রেপ্তার করেছে। গণতন্ত্রের পক্ষে আন্দোলন করলেই পুলিশের রোষানলে পড়তে হয়েছএ হংকংয়ের সাংবাদিকদের। এবার সেই তালিকায় যুক্ত হলো চানের নাম।

জাতীয় নিরাপত্তা আইন নিয়ে হংকং এবং তাইওয়ানে তীব্র বিতর্ক চলছে গত কয়েকবছর ধরে। এই আইনের সাহায্যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ। হংকংয়ে একাধিক সাংবাদিক এবং রাজনৈতিক কর্মীদের জেলে ঢোকানো হয়েছে। তবে চান গ্রেপ্তার হওয়ার পর হংকংজুড়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)