1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক সংকট

৯ জুন ২০১২

আয়ারল্যান্ড, পর্তুগাল ও গ্রিসের পর স্পেনকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারের প্রচেষ্টায় রত ইইউ৷ শনিবার ইউরো অঞ্চলের অর্থ মন্ত্রীরা স্পেনের ব্যাংকগুলোর জন্য অর্থ সহায়তা নিয়ে বৈঠক করছেন৷ তবে স্পেন এখনও বেলআউট গ্রহণের বিপক্ষে৷

https://p.dw.com/p/15BKd
ILLUSTRATION - Auf spanische Euro-Münzen ist am Mittwoch (06.06.2012) in Schwerin die Europafahne projiziert. In der bedrohlichen Banken-Krise wächst der Druck auf Spanien, nach Irland, Portugal und Griechenland ebenfalls unter den Euro-Rettungsschirm zu flüchten. Foto: Jens Büttner dpa/lmv
ছবি: picture-alliance/dpa

ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক সংকট নিয়ে বেশ উদ্বিগ্ন আন্তর্জাতিক গোষ্ঠী৷ এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও একদিন আগে আবারও ইউরোপীয় নেতাদের নিজেদের ঘর সামলাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘এই অবস্থায় সমাধানের প্রক্রিয়া বেশ কঠিন৷ তবে এখনও সমাধানের পথ রয়েছে৷'' ওবামা সংকটে থাকা ইউরোপের ব্যাংকগুলোর জন্য আরো পুঁজি যোগ করার পরামর্শ দেন, যাতে করে আবারও অর্থনৈতিক ধাক্কা আঘাত হানতে না পারে৷

এদিকে, স্পেনের ব্যাংকগুলোর ঘাত সহনীয়তা পরীক্ষা শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, স্পেনের ব্যাংকগুলোর সংকট দূর করতে প্রায় ৪০ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা প্রয়োজন৷ তবে স্পেনের ব্যাংকগুলোর বর্তমান অর্থনৈতিক সংকট ও সামর্থ্য নিয়ে আইএমএফ-এর সম্পূর্ণ প্রতিবেদনটি সোমবার প্রকাশ করার কথা রয়েছে৷ এছাড়া নিজেদের ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে দুটি স্বাধীন অডিট পরিচালনা করছে স্প্যানিশ সরকার৷ এই দু'টি অডিট প্রতিবেদন ২১শে জুন সম্পন্ন হওয়ার কথা রয়েছে৷ এ অবস্থায় স্পেন সরকার আইএমএফ এর প্রতিবেদন এবং নিজেদের অডিট প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে চায়৷

A woman uses an ATM cash point machine at a branch of the Bankia bank in Madrid, Friday, May 18, 2012. Shares in Bankia, SA, a recently nationalized bank that is heavily laden with toxic assets _ shot back up 24 percent after losing 14 percent Thursday in a session in which they had plummeted as much as 27 percent on a media report that depositors had withdrawn euros1 billion in the week since the state took over. Logo says ' Welcome to Bankia'. (Foto:Daniel Ochoa de Olza/AP/dapd)
স্পেনের একটি ব্যাংক থেকে টাকা তুলছেন এক নারীছবি: dapd

এরইমধ্যে স্পেনের জন্য সম্ভাব্য অর্থ সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে শনিবার ইউরো অঞ্চলের দেশসমূহের অর্থ মন্ত্রীরা বৈঠক করছেন৷ বৈঠকের আগে ইউরো গোষ্ঠীর প্রধান জঁ ক্লদ ইয়ুংকার বলেছেন, ‘‘স্পেনের সংকটের ব্যাপারে একটি দ্রুত সমাধান হতে হবে৷'' তিনি আরো বলেন, স্পেনের সমস্যা গ্রিসের সমস্যার অনুরূপ নয়৷ কারণ স্পেনের সংকট শুধুমাত্র তাদের ব্যাংকিং জগতে৷ এছাড়া ইয়ুংকার এর এক মুখপাত্র জানিয়েছেন, শনিবারের বৈঠকে অর্থ মন্ত্রীরা স্পেনের জন্য প্রয়োজনীয় বেলআউটের ব্যাপারে আলোচনা করবেন৷ তবে স্পেন এখনও বেলআউট এর জন্য আবেদন করেনি বলেও উল্লেখ করেন মুখপাত্র গুই শ্যুলার৷ তিনি বলেন, ‘‘স্পেন এখনও অর্থ সহায়তা চায়নি৷ তবে যদি তারা চায়, সেক্ষেত্রে অর্থ সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে পারবো৷''

এদিকে, জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ইয়েন্স ভাইডমান বলেছেন, ‘‘স্পেন যদি মনে করে যে, অর্থনৈতিক সংকট নিয়ে তারা বিচলিত, তাহলে তাদের উচিত বিরাজমান কাঠামো অনুসারে সুবিধা গ্রহণ করা৷'' সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ'কে দেওয়া সাক্ষাৎকারে ভাইডমান স্পেনের প্রতি মূলত বেলআউট গ্রহণের ব্যাপারে এক ধরণের চাপ দিয়েছেন৷ তবে এখন পর্যন্ত বেলআউট না নেওয়ার ব্যাপারে শক্ত অবস্থানেই রয়েছে স্পেন বলে জানিয়েছেন মাদ্রিদে অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (ডিপিএ, রয়টার্স)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য