1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেলফি এখন বড় ব্যবসা

৩০ জুন ২০১৯

একসময় সেলফি মানে তরুণ প্রজন্মের নিজেকে পরিচিত করে তোলার উপায় মনে করা হলেও এখন সেটি বড় ব্যবসায় পরিণত হয়েছে৷ হোটেলগুলো এখন তাদের ব্যবসা বাড়াতে ‘সেলফি পর্যটক' ধরার চেষ্টায় ব্যস্ত৷

https://p.dw.com/p/3LM4P
দিন দিন সেলফি বড় অর্থনীতিতে পরিণত হচ্ছেছবি: picture-alliance/dpa/J. Carstensen

২০০৩ সালে সনিসহ অন্যান্য কোম্পানি যখন মোবাইলে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা যুক্ত করা শুরু করে, তখন তার উদ্দেশ্য ছিল ভিডিও কলের মাধ্যমে ব্যবসায়িক মিটিং করার সুবিধা দেয়া৷

কিন্তু এ ধরনের ক্যামেরা যে একসময় সেলফি তোলার মাধ্যম হয়ে উঠবে, তা তখন ধারনা করা যায়নি৷

তবে সময়ের বিবর্তনে সেলফি এখন এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে, বিভিন্ন হোটেল এখন সেলফি স্পটের ব্যবস্থা করছে, চেক-ইনের সময় অতিথিদের সেলফি স্টিক দেয়ার অফারও করছে৷ যেমন সুইজারল্যান্ডের হোটেল ভিলা হনেগ সামাজিক মাধ্যমের কারণে বিখ্যাত হয়ে উঠেছে৷ কারণ ঐ হোটেলের সুইমিংপুল থেকে পেছনে আল্পস রেখে সেলফি তোলা যায়৷ অতিথিরা এসব সেলফি বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করায় ঐ হোটেল এখন বেশ জনপ্রিয়৷

২০১৪ সালে মান্দারিন ওরিয়েন্টাল হোটেল ‘সেলফি ইন প্যারিস' নামে ফ্রান্সের রাজধানী ভ্রমণের একটি প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছিল৷

এছাড়া গ্রিসের রাজধানী এথেন্সের হোটেল গ্র্যান্ড ব্রেটানিয়ে অ্যাক্রোপলিসের সঙ্গে সেলফি তোলার সুযোগ করে দিতে হোটেলের ভেতর একটি আলাদা স্পটের ব্যবস্থা করেছে৷ আর ম্যারিয়ট হোটেল চেন ক্যালিফোর্নিয়ায় তাদের ডেজার্ট স্প্রিংস রিসোর্টে চেক-ইনের সময় ‘সেলফি স্টিক' দেয়ার অফার করে থাকে৷

বিশেষজ্ঞরা বলছেন, ‘এক্সপেরিয়েন্স-ইকোনমি'র প্রসার বাড়ায় সেলফিও বড় ব্যবসা হয়ে উঠছে৷ বর্তমানে মানুষ টাকা খরচ করে হলেও নতুন কিছুর অভিজ্ঞতা (এক্সপেরিয়েন্স) পেতে চায়৷ মানুষের এমন আগ্রহকে পুঁজি করে বিভিন্ন সেবা চালু হয়েছে৷ জরিপ বলছে, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে পশ্চিম ইউরোপে অভিজ্ঞতা অর্জন সংক্রান্ত সেবা পেতে খরচের হার পাঁচ শতাংশ বেড়েছে৷ এর বিপরীতে, প্রয়োজনীয় সেবা পেতে খরচের হার বেড়েছে ২.৩ শতাংশ৷

মানুষ যখন টাকা খরচ করে নতুন অভিজ্ঞতা পেতে চায় তখন সে সেই স্মৃতি ধরে রাখতে চায়৷ এক্ষেত্রে সেলফি একটি ভালো মাধ্যম৷ তাই মোবাইল ফোন নির্মাতারা ভালো সেলফি ক্যামেরা তৈরির প্রতিযোগিতায় নেমেছে৷ এতে এগিয়ে আছে চীনা ফোন নির্মাতা হুয়াওয়ে৷ এছাড়া শিয়াওমি সেলফি লেন্সেরও ব্যবস্থা করেছে৷

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক রবার্টা কোজ্জা বলেন, উন্নত স্মার্টফোনের মাধ্যমে সেলফি তুলে সামাজিক মাধ্যমে তা প্রকাশের সুবিধা থাকায় দিন দিন সেলফি বড় অর্থনীতিতে পরিণত হচ্ছে৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য