1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

২৬ জুন ২০১২

গত পরশু রবিবার ছিল শেষ কোয়ার্টার ফাইনাল৷ ইংল্যান্ড বনাম ইটালি৷ অতিরিক্ত সময় পেরিয়ে খেলা শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে৷ ইটালি এখন সেমিফাইনালে৷ খেলবে জার্মানির সঙ্গে৷

https://p.dw.com/p/15L9d
ছবি: AP

বৃহষ্পতিবার ইটালি মুখোমুখি হবে জার্মানির৷ কেমন হবে সেই খেলা? এছাড়া ইটালি আর ইংল্যান্ডের খেলা দেখে কী মনে হয়েছে? ফুটবল বিশেষজ্ঞ অরুনাভ চৌধুরি বললেন, ‘‘প্রথমেই বলতে হবে, যে দলটি বেশি ভালো ছিল, তারাই ভালো খেলেছে এবং জিতেছে৷ ইংল্যান্ড প্রথম দিকে বেশ ভালো খেললেও শেষের দিকে আর সেভাবে খেলতে পারেনি৷ এরপর খেলা একেবারে একচেটিয়া হয়ে যায়৷ ইটালির প্লে মেকার আন্দ্রেউ পিরলা খেলাটিকে পুরোপুরি তুলে ধরেছেন৷ তিনি খেলা নিয়ন্ত্রণও করেছেন৷ কিন্তু তারপরেও ১২০ মিনিটের মধ্যে ইটালি কোনো গোল করতে পারেনি৷ শেষ পর্যন্ত খেলা চয়ে যায় পেনাল্টি শুট আউটে৷''

ইটালি চলে গেছে সেমিফাইনালে৷ তা ইটালির সামনে এখন কী অপেক্ষা করছে? অরুনাভ জানান, ‘‘ইটালির সামনে এখন অপেক্ষা করছে জার্মানি৷ এপর্যন্ত ২৮টি খেলা হয়েছে উয়েফা ইউরো ২০১২'তে৷ এসব খেলার মধ্যে জার্মানির খেলা ছিল সবচেয়ে ভালো৷ আর অবশ্যই স্পেন তো রয়েছেই৷''

তবে অরুনাভ বলেন, ‘‘ফুটবল ইতিহাস দেখলে দেখা যাবে যে, জার্মানি কোনো টুর্নামেন্টে কখনোই ইটালিকে হারাতে পারেনি৷ গ্রুপ পর্বের চারটি খেলা ড্র হয়েছে, আর সেমিফাইনাল বা ফাইনালে তিনবার মুখোমুখি হয়েছে দুটি দল৷ সবগুলোই জিতেছে ইটালি৷''

সাক্ষাৎকার: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য