1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসেনেগাল

সেনেগালে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

৯ জানুয়ারি ২০২৩

চাকায় সমস্যা দেখা দেয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাসে ধাক্কা দিলে অন্তত ৪০ জন নিহত হয়৷ ভয়াবহ এ দুর্ঘটনার কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সেনেগাল৷

https://p.dw.com/p/4Lttb
একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তের আরেক বাসে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে ৪০ জন মারা যান, আহত হন অন্তত ৭৮ জন
একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তের আরেক বাসে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে ৪০ জন মারা যান, আহত হন অন্তত ৭৮ জনছবি: Cheikh Dieng/AFP

রবিবার সেনেগালের মধ্যাঞ্চলীয় কাফ্রিন শহরে একটি বাসের চাকা ফুটো হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে৷ এতে দুই বাসের কমপক্ষে ৪০ জন মারা যান, আহত হন অন্তত ৭৮ জন৷ আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷

এদিকে দুর্ঘটনার পর সারা দেশে তিন দিন শোক পালনের ঘোষণা দেন রাষ্ট্রপতি ম্যাকি স্যাল৷ এক টুইট বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘আজ গ্নিবির ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত ও অনেকে মারাত্মকভাবে আহত হওয়ায় আমি শোকাভিভূত৷ দুর্ঘটনার শিকারদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই৷''

আফ্রিকার দেশ সেনেগালে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা৷ খারাপ রাস্তাঘাট, প্রচুর মেয়াদোত্তীর্ণ এবং খারাপ অবস্থার যানবাহন, সর্বোপরি চালকদের ভুলই ঘন ঘন দুর্ঘটনার প্রধান কারণ৷ ২০১৭ সালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের আরেক ঘটনায় কমপক্ষে ২৫ জন মারা যায়৷ তারপর থেকে ঘটা দুর্ঘটনাগুলোর মধ্যে গত রোববারেরটিই সবচেয়ে ভয়াবহ৷

এসিবি/ কেএম (এপি, এএফপি)