1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাকুঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ইউনূস

২১ নভেম্বর ২০২৪

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস৷

https://p.dw.com/p/4nFr8
বিএনপি চেয়ারপার্সন এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূস৷
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস৷ছবি: Bangladesh Chief Adviser Press wing

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছে, খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে প্রধান উপদেষ্টা৷ অধ্যাপক ইউনূস বলেন, ‘‘খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন৷ এক যুগ ধরে তিনি এই মহাসম্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই৷ আজকে সুযোগ পেয়েছেন৷ আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে, এই সুযোগ দিতে পেরেছি আপনাকে৷ শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ৷ এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি৷''

ছবিতে প্রধান উপদেষ্টা৷
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে প্রধান উপদেষ্টা৷ছবি: Bangladesh Chief Adviser Press wing

সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালেদা জিয়া প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে সশরীরে অংশ নিলেন৷ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিলেন দীর্ঘ ১২ বছর পর৷

প্রত্যক্ষদর্শী সূত্র ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোকে জানায়, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে অভ্যর্থনা জানান৷ এর আগে বেলা সাড়ে তিনটার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা' থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন৷

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন৷ আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন৷

মুখোমুখি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন, বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খানসহ স্থায়ী কমিটির সদস্যরাসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন৷

এর আগে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷

এপিবি/এসিবি (দ্য ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো)