1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসুদান

সুদানে গোষ্ঠী সংঘর্ষে মৃত অন্তত ১৫০

২১ অক্টোবর ২০২২

সুদানে গত দুই দিনে আদিবাসী গোষ্ঠীগুলির সংঘর্ষে অন্ততপক্ষে ১৫০ জন মারা গেছেন।

https://p.dw.com/p/4IV5A
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: AFP

সুদানের ব্লু নাইল স্টেটে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেছেন, নারী, শিশু সহ ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। বুধ ও বৃহস্পতিবার এই সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন ৮৬ জন।

গত সপ্তাহে জমি নিয়ে গোলমাল শুরু হয়। হাউসা সম্প্রদায়ের সঙ্গে তার বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বুধ ও বৃহস্পতিবার তা চরমে ওঠে। এই সংঘর্ষ হয়েছে খার্তুম থেকে প্রায় পাঁচশ কিলোমিটার দূরে ওয়াদ আল-মাহিতে।

বৃহস্পতিবার ব্লু নাইলের রাজধানী ডামাজিনে প্রচুর মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন।

সুদানে জাতিসংঘের ত্রাণ সংক্রান্ত প্রধান ওডি রোয়ে বলেছেন, তিনি খুবই উদ্বিগ্ন। সংঘর্ষ এখনো চলছে। অসমর্থিত রিপোর্ট অনুযায়ী, ১৭০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩২৭ জন।

বার বার সহিংসতা

ব্লু নাইল এলাকায় গত জুলাইয়ে সংঘর্ষে ১৪৯ জন মারা যান। গত সপ্তাহে সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের সংগঠন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যান অ্যাফেয়ার্স(ওসিএইচএ) জানিয়েছে।

জুলাইতে সংঘর্ষ হয়েছিল হাউসাদের সঙ্গে বেরটাদের। সেখানেও জমি সংক্রান্ত বিরোধ ছিল। হাউসাদের দাবি, তাদের নিশ্চিহ্ন করে দেয়ার চক্রান্ত চলছে। জুলাইয়ের পর সুদানে হাউসা সম্প্রদায়ের মানুষ প্রবল বিক্ষোভ দেখায়।

ওসিএইচএ জানিয়েছে, সাম্প্রতিক হিংসায় এক হাজার দুইশজন ঘরছাড়া হয়েছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)