1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে হত্যা-নির্যাতনের ঘটনা নিয়ে বিতর্ক

২২ জানুয়ারি ২০১২

সীমান্তে হত্যা নির্যাতনের ঘটনায় রাষ্ট্র চিন্তিত নয়৷ সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷

https://p.dw.com/p/13njf
Syed Ashraful Islam is the local government minister of Bangladesh Government.
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামছবি: Samir Kumar Dey

সম্প্রতি বিএসএফের হাতে বেশ কয়েকজন বাংলাদেশির হত্যা ও নির্যাতনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ কিন্তু বলেছেন, সরকার যদি সীমান্তে হত্যা-নির্যাতন বন্ধ করতে না পারে তাহলে তাদের পদত্যাগ করা উচিত৷

শনিবার সকালে যশোরের বেনাপোল সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ৷ আহত হয়েছে আরো তিন জন৷ ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধান্যখোলা ক্যাম্পের নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, নিহত রাশেদুজ্জামান একজন গরু ব্যবসায়ী৷

আর এর আগে সীমান্তে ফেলানীকে হত্যা, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফের নির্যাতন, কুমিল্লায় ভারতীয় চোরাকারবারীরা বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর শনিবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সীমান্তে যা কিছু ঘটছে, তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়৷ সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না৷

শনিবার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সীমান্তে যা কিছু ঘটছে তার সঙ্গে বহু বিষয় জড়িত৷ এগুলো রাষ্ট্রীয় বিচারযোগ্য কোনো বিষয় নয়৷ দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে৷ প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে৷ এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে৷

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত হন৷ এ-সম্পর্কিত একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর সর্বস্তর থেকে সমালোচনার ঝড় ওঠে৷ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে এর প্রতিবাদ জানায়৷ মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে প্রায় এক হাজার বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছে৷ নির্যাতনের ঘটনা অসংখ্য৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য