1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে সংঘাতের খবর জানালো ভারত, চীনের দাবি স্থিতিশীল

১৩ ডিসেম্বর ২০২২

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে ভারত ও চীনের সেনারা হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্তে সংঘাতে জড়িয়ে পড়ে৷ এর ফলে দুই দেশের কয়েকজন সেনা আহত হয়েছেন৷

https://p.dw.com/p/4Kroa
চীনের সীমান্ত সংলগ্ন ভারতের অরুণচল প্রদেশ
চীনের সীমান্ত সংলগ্ন ভারতের অরুণচল প্রদেশছবি: Prabhakar Mani Tewari/DW

গত দুই বছরের মধ্যে এটিই দুই দেশের সীমান্তে সংঘাতের প্রথম কোন ঘটনা৷ এর ফলে ২০২০ সালের পর এশিয়ার দুই বড় দেশের মধ্যে আবারও উত্তেজনাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটলো৷ যদিও এই খবর নিশ্চিত করেনি চীন৷

যা জানা যাচ্ছে

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের সেনারা সংঘাতে জড়িয়ে পড়লেও তা স্বল্পস্থায়ী ছিল৷

গত শুক্রবার তাওয়াং সেক্টরে অরুনাচল প্রদেশের সীমান্ত বরাবর এই ঘটনা ঘটে৷ ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, চীনা সৈন্যরা ভারত নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ সীমান্তের কাছাকাছি আসলে সংঘাতের সূচনা হয়৷

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সংসদে বলেন, ‘‘৯ ডিসেম্বর চীন ও ভারতীয় সৈন্যদের মধ্যে সংঘাত হয়৷ ভারতীয় সৈন্যরা পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) সৈন্যদের আমাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিয়েছে৷'' তিনি জানান, কূটনৈতিকভাবে বিষয়টি তিনি চীনের কাছে উত্থাপন করেছেন৷

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের সেনারা সংঘাতে জড়িয়ে পড়লেও তা স্বল্পস্থায়ী ছিল৷
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের সেনারা সংঘাতে জড়িয়ে পড়লেও তা স্বল্পস্থায়ী ছিল৷ছবি: Prabhakar Mani Tewari/DW

এদিকে চীন জানিয়েছে, ভারতের সাথে তার সীমান্ত পরিস্থিতি ‘স্থিতিশীল' রয়েছে৷

‘‘আমরা যতদূর বুঝি চীন-ভারত সীমান্ত পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল,'' বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন৷

মঙ্গলবার তিনি বলেন, দুই পক্ষ কূটনৈতিক ও সামরিক চ্যানেলের মাধ্যমে সীমান্ত ইস্যুতে সংলাপ বজায় রেখেছে৷

ভারত-চীন সীমান্ত উত্তেজনা

স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তবর্তী পূর্ব ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে আসছে চীন৷

চীন ও ভারত তাদের ৩,৮০০ কিলোমিটার বিরোধপূর্ণ সীমান্তে ১৯৬২ সালে যুদ্ধ করে৷ বেশিরভাগ সময় সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলে বিভিন্ন সময়ে এ নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে এশিয়ার এই দুই প্রতিবেশী৷

২০২০ সালে লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হয়েছিলেন৷

একেএ/এফএস (এএফপি/এপি, এএফএ, রয়টার্স)