1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতের কাছে বাংলাদেশের প্রতিবাদ

৫ সেপ্টেম্বর ২০২৪

সীমান্তে এক কিশোরী হত্যার ঘটনায় দিল্লির কাছে প্রতিবাদ পাঠিয়েছে ঢাকা৷ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে৷

https://p.dw.com/p/4kK62
বাংলাদেশ ভারত সীমান্তে টহলরত বিএসএফ-এর একটি দল
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর হিসাবে, ২০২৩ সালে ৩১ জন বাংলাদেশি সীমান্তে বিএসএফের গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেনছবি: Biswa Kalyan Purkayastha

বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে৷ ১ সেপ্টেম্বর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে মৌলভিবাজারের জুরি উপজেলার ১৩ বছর বয়সি স্বর্ণা দাসকে হত্যা করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

বলা হয়েছে, ‘‘ভারতের হাইকমিশনের কাছে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷''

বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দিয়েছে যে এ ধরনের সীমান্ত হত্যার ঘটনা অনাকাঙ্খিত ও অযৌক্তিক এবং সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা, ১৯৭৫ সালের বিধানের লঙ্ঘন৷ ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার৷''

বুধবার স্বর্ণার ভাই পিন্টু দাস ডয়চে ভেলেকে জানিয়েছেন, মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফ-এর গুলিতে স্বর্ণা নিহত হয়৷ গতকাল পর্যন্ত এই ঘটনায় বাংলাদেশের সরকার কোনো প্রতিবাদ না করা নিয়ে ডয়চে ভেলের কাছে ক্ষোভ প্রকাশ করেন একজন আইনজীবী ও একজন মানবাধিকারকর্মী৷

এফএস/এসিবি

কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকতে পারে শরণার্থী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান