1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত অন্তত ৫

৪ মার্চ ২০২৩

বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷ মৃতের এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা৷

https://p.dw.com/p/4OFo6
বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখান থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা৷
সীতাকুণ্ডে দুর্ঘটনায় হতাহত অনেকছবি: bdnews24.com

বাংলাদেশের একাধিক গণমাধ্যম জানিয়েছে শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে৷

বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছেন বলে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন৷

তিনি বলেন, ‘‘বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে৷ এতে অনেকে হতাহত হয়েছেন৷ সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে৷''

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল৷ মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ৷

বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷
বিস্ফোরণের পর প্ল্যান্ট থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রাছবি: bdnews24.com

সেখানে উদ্ধার কাজে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম স্থানীয় সময় সন্ধ্যার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার কাজ অব্যাহত রয়েছে৷''

বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখান থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা৷ বিকট বিস্ফোরণে অনেকের দেহের বিভিন্ন অংশ উড়ে যেতেও দেখেছেন তারা৷

বিস্ফোরণে দগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই সংখ্যাটি ১৪-১৫ জন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার৷

এদিকে কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে দৈনিক প্রথম আলো পত্রিকা উদ্বৃত করেছে এভাবে, ‘‘কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না৷''

বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ছবি: bdnews24.com

উল্লেখ্য, শনিবার দুর্ঘটনা ঘটা অক্সিজেন প্ল্যান্টটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে গত বছরের ৪ জুন বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন৷ বাংলাদেশে এরকম দুর্ঘটনা বিরল নয়৷

এআই/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)