1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের ঢাল হিসেবে ব্যবহার

১২ জুন ২০১২

মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্ট অনুযায়ী, সিরীয় সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নিরীহ শিশুদের নিপীড়ন করতে, হত্যা করতে কিংবা নিজেদের সুরক্ষার জন্য তাদের ঢাল হিসেবে ব্যবহার করতে দ্বিধা করছে না৷

https://p.dw.com/p/15CTK
ছবি: Reuters

সশস্ত্র সংঘাতে শিশুদের সুরক্ষার জন্য নিয়োজিত জাতিসংঘের প্রতিনিধি রাধিকা কুমারস্বামী বলেছেন, ‘‘সিরিয়ায় শিশুদের বিরুদ্ধে যে ধরণের বর্বরতা চলেছে, তা আমি খুব কমই দেখেছি৷ তাদের ধরে রাখা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে৷''

রিপোর্ট বলছে, ৯ই মার্চ সরকারি সেনারা ইদলিব প্রদেশের আইন আল-আরুজ গ্রামের উপর আক্রমণ চালানোর আগে আট থেকে ১৩ বছরের বেশ কিছু শিশু-কিশোরকে আটক করে তাদের মানব ঢাল হিসেবে সৈন্যদের বাস'এর জানালায় বসতে বাধ্য করে৷ ‘সশস্ত্র সংগ্রামে শিশু', এই শীর্ষকের রিপোর্টটি হুলা'র হত্যাকাণ্ড, অর্থাৎ ২৫শে মে'র হত্যাকাণ্ডের আগেই সমাপ্ত হয়৷ কাজেই সেখানে হুলা'র হত্যাকাণ্ডের পরিসংখ্যান স্থান পায়নি৷ হুলা'র হত্যাকাণ্ডে নিহত ১০৮ জনের মধ্যে ৪৯ জন ছিল শিশু৷

Syrien Zerstörung Panzer
ছবি: AP

এবং এই বর্বরতা ও নৃশংসতার কাহিনী হুলা'তেই শেষ নয়৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সোমবার বলেছেন, সিরিয়া প্রশাসন লাটকিয়া প্রদেশে আরেকটি হত্যাকাণ্ডের অবতারণা ঘটাতে পারে বলে খবর আছে৷ এবং তা ঘটলে, ‘‘ব্যক্তিবর্গকে দায়ী করা হবে,'' বলে নুল্যান্ড ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে হুমকি দেন৷

ওদিকে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সিরিয়া জুড়ে সংঘাতের ‘‘বিপজ্জনক তীব্রতা বৃদ্ধির'' কথা বলেছেন৷ বান'এর মুখপাত্র মার্টিন নেসির্স্কি সোমবার নিউ ইয়র্কে বলেন যে, সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকরা ‘‘সরকার এবং বিরোধীপক্ষের সৈন্যদের মধ্যে বর্ধিত সংঘাতের'' খবর দিয়েছেন৷

সোমবার সমগ্র সিরিয়ায় মোট ৫০ জন নিহত হয়৷ হোমস, ইদলিব ও লাটকিয়া প্রদেশে সামরিক বাহিনী এবং বিদ্রোহী সেনাদের মধ্যে যুদ্ধ চলেছে৷ সর্বশেষ খবর অনুযায়ী পূর্বের দেইর আল-জর শহরে প্রতিবাদ প্রদর্শনরত বিক্ষোভকারীদের উপর একটি মর্টারের গোলা এসে পড়ায় অন্তত দশ জন প্রাণ হারিয়েছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এপি, এএফপি, রয়টার্স)
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য