1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় যুদ্ধবিরতি ‘অপরিহার্য’: আনান মুখপাত্র

৩ জুলাই ২০১২

সিরিয়ায় যুদ্ধবিরতি বাস্তবায়ন অপরিহার্য, এমনটাই মনে করেন এই বিষয়ে জাতিসংঘ-আরব লিগ বিশেষ দূত কোফি আনান৷ এদিকে, সেদেশে সংঘর্ষে সোমবারও প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭৮ ব্যক্তি৷

https://p.dw.com/p/15QXk
ছবি: dapd

সিরিয়ায় সহিংসতায় নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ আন্তর্জাতিক সমাজ কূটনৈতিক উপায়ে সংকট নিরসনের চেষ্টা চালিয়ে গেলেও এক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বড় অগ্রগতির খবর পাওয়া যায়নি৷ এমতাবস্থায় আন্তর্জাতিক শান্তি দূত কোফি জানিয়েছেন, সিরিয়ায় প্রকৃত যুদ্ধবিরতি বাস্তবায়ন অপরিহার্য৷ কোফি আনান'এর মুখপাত্র আহমেদ ফাজি গণমাধ্যমকে বলেছেন একথা৷ কোফি আনান'এর মুখপাত্র এমন এক সময় একথা বললেন যখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই সতর্ক করে বলেছেন, বিদেশিরা সিরিয়া সরকারি এবং বিরোধীপক্ষকে অস্ত্র সরবরাহ করছে যা সংঘাতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে৷ পিল্লাই বলেছেন, সিরিয়ার দু'পক্ষেই মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে৷

নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী কয়েক হাজার ব্যক্তিকে বিশেষ ‘নির্যাতন দ্বীপপুঞ্জে' আটকে রেখেছে, যেখানে তাদেরকে নির্মমভাবে পেটানো, বৈদ্যুতিক শক প্রদানসহ বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে৷ মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সেদেশে গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা সাড়ে ১৬ হাজারের বেশি৷ গত সোমবারও সিরিয়ায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭৮ ব্যক্তি৷ লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'এর হিসেবে অনুযায়ী, সোমবার নিহতদের মধ্যে ৪৪ বেসামরিক নাগরিক রয়েছে৷ হামা প্রদেশের একটি গ্রামেই গুলি করে হত্যা করা হয়েছে ১৫ ব্যক্তিকে৷ এছাড়া নয় বিদ্রোহী সেনা এবং ২৫ সরকারি সেনাও প্রাণ হারিয়েছে সোমবার৷

Ägypten Syrien Wandmalerei in Kairo Mann mit Handy
ছবি: Reuters

বলাবাহুল্য, সিরিয়ার সংকট নিরসনে সপ্তাহান্তে জেনেভায় পশ্চিমা সমাজের একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছেন আনান'এর মুখপাত্র আহমেদ ফাজি৷ বিশেষ করে বৈঠকে সিরিয়া ইস্যুতে সেদেশের মিত্র মস্কো এবং বেইজিং তাদের পূর্বের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে৷ শনিবারের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনে কূটনৈতিক তৎপরতা চালাতে সম্মত হয় পশ্চিমা সমাজ৷

রাশিয়া অবশ্য মঙ্গলবার দাবি করেছে, জেনেভা বৈঠকে গৃহিত সিদ্ধান্তকে বিকৃত করতে চাইছে কিছু পশ্চিমা দেশ৷ সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জেনেভায় গৃহিত সিদ্ধান্তকে সিরিয়া সংকট নিরসনে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘‘দূর্ভাগ্যজনকভাবে কিছু পশ্চিমা অংশগ্রহণকারী তাদের বক্তব্যে জেনেভায় ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তসমুহ বিকৃত করার চেষ্টা করছে৷'' সিরিয়ার বিরোধী পক্ষের সঙ্গে আগামী সপ্তাহে মস্কোয় একটি বৈঠকে অংশগ্রহণ করবেন লাভরভ৷

এআই / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য