1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় বিদ্রোহীদের সাফল্য

৩ মার্চ ২০১৩

সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো প্রদেশের একটি পুলিশ একাডেমীর বেশিরভাগ অংশ বিদ্রোহীরা দখল করে নিয়েছে বলে জানা গেছে৷ এই লক্ষ্যে গত আট দিন ধরে সংঘর্ষ চলছে সেখানে৷ এদিকে সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ৷

https://p.dw.com/p/17pV9

গত আট দিনের সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর৷ এর মধ্যে কমপক্ষে ১২০ জন সরকারি সেনা আছে বলে জানিয়েছে সংস্থাটি৷ এর মধ্যে শুধু রবিবারেই মারা গেছে ৩৪ জন সেনা৷

এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার উদ্যোগ নিচ্ছেন৷ দুই পক্ষের কাছে আলোচনার ব্যাপারে অনুকূল সাড়া পাওয়ার পরই এই পদক্ষেপ নেয়ার কথা জানান বান কি মুন ও ব্রাহিমি৷ এই আলোচনায় বিরোধীদের একটি শক্তিশালী প্রতিনিধি দল এবং সরকার পক্ষের একটি প্রয়োজনীয় ক্ষমতাপ্রাপ্ত দল অংশ নেবে বলে আশা করছেন তাঁরা৷

Bashar Assad
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদছবি: picture alliance / AP Photo

ব্রিটেনের ‘সানডে টাইমস' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তিনি বিরোধীদের সঙ্গে কথা বলতে রাজি আছেন৷ সপ্তাহখানেক আগে দামেস্কের আল-মুজাহিরিন প্রাসাদে দেয়া এই সাক্ষাৎকারে আসাদ বলেন, তিনি জঙ্গিদের সঙ্গে কথা বলতে রাজি আছেন, যদি তারা অস্ত্র ছেড়ে আসে৷ তিনি বলেন, বিরোধীদের সঙ্গে আলোচনায় বসা যায়, সন্ত্রাসীদের সঙ্গে নয়৷

এরপর আসাদ ব্রিটেনের সমালোচনা করে বলেন, ব্রিটেন একদিকে শান্তির কথা বলছে, অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দেয়ার পক্ষে কথা বলছেন৷

সাক্ষাৎকারে আসাদ এটাও নিশ্চিত করেছেন যে, তিনি ক্ষমতা ছাড়বেন না৷ শনিবার সিরিয়ার বন্ধুরাষ্ট্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলেছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন আসাদ৷ ঐ নির্বাচনের মাধ্যমেই জনগণ চাইলে অন্য কাউকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে৷

জাতিসংঘের হিসেবে সিরিয়ায় গত দুই বছর ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে৷

জেডএইচ / এসি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য