1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কায়রো সম্মেলন

১২ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়া বিষয়ক আরব লিগের পর্যবেক্ষক দলের প্রধান পদত্যাগ করেছেন৷ এদিকে, আরব লিগের পরররাষ্ট্রমন্ত্রীরা পরবর্তী করণীয় নির্ধারণে কায়রোতে বৈঠকে বসেছেন৷ ইতিমধ্যে অবশ্য নতুন আরেকজনকে বিশেষ দূত’এর দায়িত্ব দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/142ED
ছবি: dapd

সিরিয়া বিষয়ক আরব লিগের বিশেষ দূত নিযুক্ত হয়েছেন জডার্নের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল-ইল্লাহ আল-খাতাবি৷ এর আগে বিতর্কিত সুদানি জেনারেল মোহাম্মেদ আল-দাবি, যিনি মাসখানেক সিরিয়া বিষয়ক আরব লিগের প্রতিনিধি দলের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন, পদত্যাগ করেন৷ মানবাধিকার সংস্থাগুলো দারফুরে জেনারেল আল-দাবি'র কর্মকাণ্ডের সমালোচনা করেন৷ দারফুরে গণহত্যার অভিযোগ রয়েছে সুদানের বিরুদ্ধে৷

এদিকে, সিরিয়ার হোমস শহরে শনিবারও সংঘর্ষে নিহতের সংখ্যা কমপক্ষে ৩৫৷ সেদেশের রাজধানী দামেস্কে একটি সামরিক হাসপাতালের প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল ড. ইসা আল-খোলি গুলিতে নিহত হয়েছেন৷ সিরিয়া সরকার এই হত্যাকাণ্ডের জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী'কে দায়ী করেছে৷ সিরিয়ার এই সহিংস পরিস্থিতির ইতি টানতে কায়রোতে আবারো বৈঠকে বসেছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা৷ আল-জাজিরা জানিয়েছে, সিরিয়ার জন্য একটি শান্তিরক্ষী বাহিনী প্রস্তুত রাখার প্রস্তাবও পরীক্ষা করে দেখছে আরব লিগ৷

Protest Syrien
ছবি: picture-alliance/dpa

সিরিয়ার মুখ্য বিরোধী দলগুলোর সমন্বয়ে তৈরি সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল, এসএনসি'র নেতারাও কায়রোতে পৌঁছেছেন৷ আরব বিশ্বের আরো দেশের কাছ থেকে স্বীকৃতি আদায়ের প্রত্যাশায় কায়রোতে এই সফর করেছেন সেদশের নেতারা৷

হোমস শহরে সপ্তাহ ধরে চলা গোলাবর্ষণের পর, এখন সেখানকার পরিস্থিতি বেশ নাজুক বলে শোনা যাচ্ছে৷ শহরে পানি-বিদ্যুৎসহ নিত্য ব্যবহার্য্য পণ্যের ঘাটতি দেখা দিয়েছে৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, হোমস শহরে গত শনিবার থেকে শুরু হওয়া সরকারি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪০০ ব্যক্তি৷

উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সিরিয়ায় গত মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাত হাজারের বেশি৷ অন্যদিকে সিরিয়া সরকারের দাবি, ‘সশস্ত্র গুন্ডা এবং সন্ত্রাসী'দের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২,০০০ সদস্য প্রাণ হারিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য