1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিনেমা নিয়ে মন্তব্য নয়: নরেন্দ্র মোদী

১৮ জানুয়ারি ২০২৩

সিনেমার মতো অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে অযথা মন্তব্য করবেন না, দলের নেতা-কর্মীদের সাফ জানালেন মোদী।

https://p.dw.com/p/4MLZ7
ছবি: Sergei Bobylev/Sputnik/Kremlin Pool Photo/AP/picture alliance

এখন শাহরুখ খানের সিনেমা পাঠান নিয়ে বিতর্ক তুঙ্গে। দীপিকা পাড়ুকোন এই সিনেমার গান 'বেশরম রং'য়ের সঙ্গে গেরুয়া বিকিনি পরে নেচেছেন। তারপরেই দেশজুড়ে বিজেপি নেতা-কর্মীদের প্রতিবাদ শুরু হয়ে গেছে। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র হুমকি দিয়েছেন, ভোপালে পাঠান রিলিজ করতে দেবেন না।  বিধায়ক রাম কদম বলেছেন, এভাবে হিন্দু ধর্মের অপমান তিনি সহ্য করবেন না। 

শুধু পাঠান নয়, সাম্প্রতিককালে বেশ কয়েকটি সিনেমা নিয়ে এরকমভাবে আপত্তি জানিয়েছেন বিজেপি নেতারা। তার মধ্যে 'আদিপুরুষ' বলে সিনেমাও আছে।

এই পরিস্থিতিতে বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলের নেতা ও কর্মীদের জানিয়ে দিলেন, সিনেমা নিয়ে মন্তব্য করার দরকার নেই। কারণ, এই নিয়ে বিতর্ক শুরু হলে তা সরকারের সাফল্যের প্রচারকে পিছনে ফেলে দেয়।

প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনের আর চারশ দিন আছে। এই চারশ দিনে অন্য সব বিষয় ফেলে দিয়ে মানুষের কাছে যেতে হবে। পরপর তিনবার জিতে বিজেপি-কে ইতিহাস তৈরি করতে হবে।

মোদী বলেছেন, বিশেষ করে ১৮ থেকে ২৫ বছর বয়সিদের কাছে বেশি করে পৌঁছতে হবে। কারণ, তারা আগের সরকারের কুশাসন দেখেনি। তাদের বোঝাতে হবে, কী করে বিজেপি সুশাসনের পথে চলেছে। মোদীর নির্দেশ, বিজোপি নেতা ও কর্মীদের সমাজের প্রতিটি শ্রেণির কাছে পৌঁছতে হবে, প্রতিটি এলাকায় যেতে হবে। সীমান্তের কাছের গ্রাম ও শহরে প্রচারে বিশেষ নজর দিতে হবে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)