1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি নির্বাচন

২০ এপ্রিল ২০১২

মাঝে আর মাত্র একটাই দিন৷ রবিবারে ভোট৷ অতএব ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা জোরকদমে প্রচারে ব্যস্ত শুক্রবার৷ ‘অদ্যই শেষ রজনী’ বললে ভুল হবে না৷ লড়াই সার্কোজি বনাম ওলঁদ’এর মধ্যেই সীমাবদ্ধ৷

https://p.dw.com/p/14i7x
A giant banner in the colours of the French national flag is seen in this general view with tens of thousands of supporters of Francois Hollande, Socialist Party candidate for the 2012 French presidential election, who attend a campaign rally near the Chateau de Vincennes in Paris April 15, 2012. Presidential rivals Nicolas Sarkozy and Hollande stage competing rallies in Paris on Sunday in a last ditch battle for votes, just a week before the elections. REUTERS/Patrick Kovarik/Pool (FRANCE - Tags: POLITICS ELECTIONS) // eingestellt von nis
ফ্রাসোঁয়া ওলঁদ-এর নির্বাচনি জনসভাছবি: Reuters

কে কোথায় প্রচারে

নিস’এ সার্কোজির জনসভা৷ আর বোর্দো’তে লড়ে যাচ্ছেন ফ্রাসোঁয়া ওলঁদ৷ শুক্রবারের ফরাসি নির্বাচনের প্রচার ছবিটা এরকমই৷ ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে এবারের মত এতটা আর্থিক অসাচ্ছন্দ্য দেখা যায়নি অতীতে৷ বলছে খোদ ফরাসি মিডিয়া৷ কারণটাও স্পষ্ট, আর তা হল, ইউরোর সংকট৷ যা কিনা চলছে তো চলছেই৷ আর কে না জানে, ইউরোপের বড় মাপের অর্থনীতির দেশগুলোর একটা ফ্রান্স সেই সমস্যার শিকার অনেকদিন থেকে৷

ইউরো-র সমস্যা নির্বাচনেও প্রভাব ফেলছে

নির্বাচনে টাকা পয়সার সমস্যার প্রভাব পড়বেই৷ নতুন কোন কথা নয়৷ তবে আর্থিক নীতির দিক থেকে, ওলঁদ বা সার্কোজি খুব একটা দূরত্বে দাঁড়িয়ে নেই৷ সার্কোজি ভোটারদের সামনে সুষম বাজেটের গাজর ঝুলিয়েছেন৷ প্রবৃদ্ধি নিয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকছেন, কারণ এই চার বছর সরকার চালানোর অভিজ্ঞতা থেকে তিনি জানেন, ইউরোর যা দশা তাতে প্রবৃদ্ধির কথা বলা মুশকিল৷ অন্যদিকে ওলঁদ’এর বক্তব্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি৷

সার্কোজি’র অবস্থা তেমন সুবিধের নয়, বলছে মিডিয়া

ক্রমশ জনপ্রিয়তা হারানো নিকোলা সার্কোজি এবার দ্বিতীয়বারের জন্য ভোটে দাঁড়িয়েছেন বটে, কিন্তু নানারকম দুশ্চিন্তা তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে৷ এই যেমন নিউ ওয়েবসাইট আটলান্টিকোর প্রধান সম্পাদক জঁ সেবাস্টিয়ান ফ্রেজু’র কথাই ধরা যাক৷ নির্বাচনকে ঘিরে পরের পর জরিপ চালিয়েছেন তাঁরা৷ দেখা গেছে, ‘সার্কোজি’কে নানা কারণে অপছন্দ ভোটারদের’৷ জানাচ্ছেন সেবাস্টিয়ান৷ তার অন্যতম প্রধান কারণ হল, সার্কোজি’র নিজেকে দক্ষিণপন্থী রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করা৷ যেটা সাধারণ ফরাসিরা অন্তর থেকে কিছুতেই মেনে নেয়নি৷ গত চার বছরে বিভিন্ন নীতির ক্ষেত্রেও ভোটাররা সার্কোজি’র ওপরে মহা খাপ্পা৷ এছাড়া আরেকটি বড় বিপদ অবশ্যই এই ছোটখাটো চেহারার তীক্ষ্ণ নাসা প্রেসিডেন্টের লাইফস্টাইল৷ বা জীবনযাপন৷ মডেল থেকে গায়িকা, ডাকসাইটে সুন্দরী নামজাদা সোসাইটি লেডি কার্লা ব্রুনি’কে সার্কোজি’র বিয়ে করা কিংবা প্রেসিডেন্টের চুলের ছাঁট, কোনকিছুই পছন্দ নয় ফরাসিদের৷ ফলে সার্কোজি’র পালে হাওয়া বেশ কমই৷ শোনা যাচ্ছে সর্বত্র৷ যতই তিনি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সমর্থন প্রমাণ করুন না কেন, ব্যালটে দেখা যাবে প্রত্যাখ্যান৷ বলছে ফরাসি মিডিয়ার একাংশ৷ জোরেসোরেই৷

ওলঁদ -এর পালে হাওয়া বেশ জোর

তুলনায় ওলঁদ’এর পালে হাওয়া তেমন মন্দ নয়৷ কারণ দ্বিবিধ৷ এক তো এ মানুষটি নতুন৷ আর দুই হল, সাধারণ ফরাসিদের মতই এই সমাজবাদী প্রার্থী ফ্রাসোঁয়া ওলঁদ’এর মধ্যে রয়েছে এক ধরণের সাংস্কৃতিক রসিকতার মানসিকতা৷ যেকোন বক্তৃতায়, তা সে সাধারণ একটা পাব - এ দাঁড়িয়ে স্ট্যান্ড অ্যালোন কথাতেও নাকি নিজের মনের সেই রসিক দিকটাকে তুলে ধরতে ছাড়েন না তিনি৷ সেটা বেশ পছন্দের অনেকের কাছেই৷ তাছাড়া, আর্থিক প্রবৃদ্ধির কথা বলে তিনি অনেক ভোটারের মন জয় করে ফেলেছেন ইতোমধ্যেই৷

বাকিরা কে কোথায়?

বামপন্থী প্রার্থী জঁ ল্যু মেলেনস্যেন এই নির্বাচনে ১৪ থেকে ১৫ শতাংশ ভোট টানবেন আর দক্ষিণপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরি লো পেন’এর বরাতে জুটতে পারে বড়জোর ১৭ শতাংশ ভোট৷ তবে যাবতীয় জনমত সমীক্ষা এখনও পর্যন্ত যে রকম ইঙ্গিত দিচ্ছে, তাতে সার্কোজি’র ফেরার সম্ভাবনা যথেষ্টই কম৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, (রয়টার্স, এপি, এএফপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য