1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যার বিচার

২৬ সেপ্টেম্বর ২০১২

নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আস্থা রেখে আগামী ১০ই অক্টোবরের মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা৷ নয়তো ১৫ই অক্টোবর সাংবাদিক মহাসমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন তারা৷

https://p.dw.com/p/16EmU
ছবি: Harun Ur Rashid Swapan

বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতারা জানান যে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ১০ই অক্টোবরের মধ্যে সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতির হত্যাকারীদের গ্রেফতারের কথা বলেছেন৷ তাই তাঁর কথায় আস্থা রেখে ১০ই অক্টোবর পর্যন্ত সময় দিতে চান তারা৷

তবে ঐ সময়ের মধ্য হত্যাকারীদের গ্রেফতার করা না হলে, ১৫ই অক্টোবর ঢাকায় সাংবাদিক মহাসমাবেশ করা হবে৷ আর সেই সমাবেশ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে৷ মহাসমাবেশের আগে সাংবাদিক নেতারা সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সংঙ্গে বৈঠক করবেন, করবেন সম্পাদকদের সঙ্গে মত বিনিময়৷ বিভাগীয় শহরগুলোতে গিয়ে সাংবাদিকদের মতামত নেবেন৷ তার ভিত্তিতেই দেয়া হবে নতুন কর্মসূচি৷ সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, সারা দেশের মানুষ ১৬ কোটি মানুষ এখন সাগর-রুনি হত্যার বিচার চায়৷ এই মামলার বিচার না হলে সাংবাদিক তো বটেই, দেশের মানুষও নিজেদের নিরাপদ ভাবতে পারছে না৷

আর জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, অতীতে সাংবাদিকরা দেশের জন্য রক্ত দিয়েছে৷ সব গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকরা সামনের সারিতে থেকেছে৷ কোনো এক ক্ষমতাশালী ব্যাক্তির ক্ষমতা সাংবাদিকদের থামাতে পারবে না৷ তারা কোনো রক্ত চক্ষুকেই ভয় পায় না৷

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাজ আজ এক হয়েছে৷ তাই সাংবাদিকদের নিরপত্তা এবং পেশাগত স্বাধীনতার জন্য এই ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নাই৷ এই ঐক্য যে কোন মূল্যে ধরে রাখতে হবে৷

সাংবাদিক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশ নেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য