1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে শোক

৩০ জুলাই ২০২৪

আজ ৩০ জুলাই সারাদেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ সোমবার ১৪ দলের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷

https://p.dw.com/p/4its3
প্রতীকী জানাজার দৃশ্য৷ শায়িত কফিনের ওপর বাংলাদেশের পতাকা৷ সামনে আন্দোলনকারীরা দাঁড়িয়ে৷
নিহতদের স্মরণ করছেন আন্দোলনকারীরা৷ছবি: Rajib Dhar/AP/picture alliance

শোক উপলক্ষে জনগণকে কালো ব্যাজ ধারণ করার পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনা করার আহ্বানও জানানো হয়েছে৷ 
তবে আন্দোলনরত শিক্ষার্থী ও সমমনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের কালো রঙের পরিবর্তে লাল রঙের ছবি ও পোস্টার শেয়ার করতে দেখা গেছে৷  

মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনায় 'সন্তানের পাশে অভিভাবক' ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে তাদের বাধা প্রদান করে পুলিশ৷ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া এক অভিভাবক জানান , তারা মাত্র ১০ মিনিটের জন্য সেখানে থাকতে চেয়েছিলেন, কিন্তু পুলিশি বাধার মুখে তাদের সরে যেতে হয়৷ 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা জোনের এডিসি মো. আকতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, অভিভাবকরা ডিএমপি থেকে অনুমতি না নেওয়ায় তারা অবস্থান কর্মসূচির পালন করতে দিচ্ছেন না৷ 

কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা৷ মঙ্গলবার (৩০ জুলাই ) সকাল সারে ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিববাড়ি মোড়ে অবস্থান নেন৷  

এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ শুরু করেছে সরকার। আগামীকাল বুধবারের মধে এই দুইটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হবে। তিনি বলেন, 'সংগঠনগুলোকে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।' 

জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়৷ 

একই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কিন্তু রাজনৈতিক কিছু না, এগুলো সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ৷ এদের উদ্দেশ্য এখন বোঝা যাচ্ছে, কোটা কোনো ইস্যু না, একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটা ধ্বংস করা’ বলে মন্তব্য করেন তিনি৷

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল সোমবার (২৯ জুলাই) দিবাগত রাতে তুলে নিয়ে গেছেন দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে৷ মিরপুরের ডিওএসএইচ এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়৷এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি৷

 

এসএইচ /এসিবি (দ্য ডেইলি স্টার/ প্রথম আলো)