সারমেয় দিবস: ‘আইকনিক’ কুকুরদের স্মরণ করার দিন
‘হিজ মাস্টার্স ভয়েস’-এর নিপার; ল্যাসি, স্নোয়ি৷ জুনের ৬-৭ তারিখ ইতিহাসের এ সব আইকনিক কুকুরদের স্মরণ করার দিন৷ ‘মানুষের সবচেয়ে বড় বান্ধব’ বলে পরিচিত জীবটির উপস্থিতি অতীত থেকে শুরু করে হালের সংস্কৃতি অবধি৷
নরকের কুকুর
প্রাচীন গ্রিক সংস্কৃতিতেও জীবটিকে পাওয়া যাবে, তবে সে আমলে সারমেয় বলতে লোকে বুঝতো নরকের দুয়ার আগলে রাখা প্রহরী কুকুর তেমাথা সেরবেরাস৷ বীর হেরাক্লিস সেই কুকুরকে পরাজিত করতে সমর্থ হন, ছবিতে যেমন দেখা যাচ্ছে৷
হিজ মাস্টার্স ভয়েস
ঊনবিংশ শতাব্দীর শেষে ফ্রান্সিস বারো-র আঁকা একটি ছবি থেকে এমি কোম্পানির লেবেলটির জয়যাত্রার সূচনা৷ বারো-র কুকুরটির নাম ছিল নিপার৷ সে নাকি গ্রামোফোন রেকর্ডে বাজানো গান শুনতে ভালোবাসতো৷
প্রভুভক্তি
হাচিকো নামের একটি প্রভুভক্ত কুকুর ছিল – গত শতাব্দীর বিশের দশকে, জাপানে৷ সে নাকি রোজ তার প্রভু যখন কাজ সেরে বাড়ি ফেরেন, তখন তাঁকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকতো৷ এমনকি প্রভু মারা যাওয়ার পর আরো দশ বছর ধরে হাচিকো প্রভুর প্রত্যাবর্তনের অপেক্ষা করেছে৷ ১৯৩৪ সালে হাচিকো-র নামে একটি স্মৃতিসৌধ সৃষ্টি করা হয়৷ ২০০৯ সালে হাচিকো-র কাহিনি নিয়ে যে ফিল্ম তৈরি হয়, তার নায়ক ছিলেন রিচার্ড গেয়ার৷
ফিল্মস্টার
ল্যাসি-র প্রথম আবির্ভাব ১৯৩৮ সালে, একটি ছোটগল্পে৷ তবে তার খ্যাতির শুরু আরো পাঁচ বছর পরে, ‘ল্যাসি কাম হোম’ ছবিটি দিয়ে৷ সিরিজটি এমনই জনপ্রিয় হয় যে, হলিউডের ওয়াক অফ ফেম-এ ল্যাসির নিজস্ব তারকা পর্যন্ত আছে৷
স্কচ অ্যান্ড হুচ
যার আসল মানে স্কচ হুইস্কি এবং চোলাই, পরোক্ষে পুলিশ অফিসার স্কট টার্নার এবং সুবিশাল, ভীতিকর বোর্দো ডগ গোত্রীয় কুকুর হুচ৷ হুচ একটি হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী এবং স্কট তাকে নিজের বাড়িতে আশ্রয় দিতে বাধ্য হয়৷ বাকিটা একাধারে গোয়েন্দাকাহিনি এবং কুকুর আর মানুষের মধ্যে একটি প্রেমকাহিনি৷
টিনটিন আর স্নোয়ি
কমিকের জগতে সারমেয় থাকবেই, তা তারা আকারে যতই ছোট হোক না কেন৷ রিপোর্টার টিনটিন-এর দুনিয়া-জোড়া রোমাঞ্চকর যাত্রাগুলিতে তার সঙ্গি হল ফক্স টেরিয়ার কুকুর স্নোয়ি৷ বেলজিয়াম অলঙ্করণশিল্পী জর্জেস রেমি ওরফে এর্জ সিরিজটি সৃষ্টি করেন ১৯২৯ সালে৷
অভিজাত
ফরাসি চিত্রকর থিয়েরি পন্সলে মানুষজনের ছবি আঁকতেন, কিন্তু তাদের মাথায় মানুষের মাথার পরিবর্তে কুকুরের মাথা বসিয়ে দিতেন৷ তিনি নাকি একবার এক বিত্তশালী মহিলার ছবি আঁকছিলেন, যা-কে দেখতে এতোই খারাপ ছিল যে, পন্সলে-র মনে হয়েছিল, মহিলার চেয়ে তার কুকুরটাই বেশি সুন্দর, কুকুরটাকে আঁকলেই বেশি ভালো হবে৷ কালে সেটাই তাঁর ট্রেডমার্ক হয়ে দাঁড়ায়৷