1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারালিম্পিকস

৮ সেপ্টেম্বর ২০১২

লন্ডন প্যারালিম্পিকস আসরের সমাপ্তি লগ্নে চলছে পদক জয়ের তালিকা বিশ্লেষণ৷ তবে এবারের আসরে দেখা যাচ্ছে বিভিন্ন খেলায় গত আসরের সেরাদেরই আধিপত্য, রেকর্ড নিজের দখলে রাখার ক্ষেত্রে তাঁদের সাফল্য৷

https://p.dw.com/p/165QC
epa03387247 (L-R) Silver medal winner Marie-Amelie le Fur of France, gold medalist Marlou van Rhun from the Netherlands and Germany' s Katrin Green following the women's 200m -T44 final at the olympic stadium in Stratford during the London 2012 Paralympic Games in London, Britain, 06 September 2012. EPA/ANDY RAIN
Katrin Green Paralympicsছবি: picture-alliance/dpa

ডাচ হুইলচেয়ার টেনিস তারকা এসথার ভেরগের লন্ডন আসরে ছিনিয়ে নিলেন তাঁর একটানা ৪৭০তম জয়৷ প্যারালিম্পিকস আসরে এটি তাঁর টানা চতুর্থ স্বর্ণ জয়৷ ইটন ম্যানোর-এর নীল হার্ডকোর্ট-এ আনিক ফন কুট'কে ৬-০, ৬-৩ সেটে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন ৩১ বছর বয়সি এসথার৷ তিনি বলেন, ‘‘আমি জানি যে, একদিন আমার হেরে যাওয়ার সময় আসবে৷ কিন্তু তা কখন আসছে সেটি আমি জানি না৷ আমি খেলা ভালোবাসি বলে এখনও খেলতে থাকবো৷ তবে কতোদিন খেলতে পারবো সে ব্যাপারে এখনও কোন ধারণা নেই৷''

এদিকে, আইরিশ দৌড়বিদ জ্যাসন স্মিথ ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে তাঁর বেইজিং এর সাফল্য ধরে রাখলেন৷ লন্ডন আসরে উভয় প্রতিযোগিতায় সেরা হয়ে দ্রুততম প্যারালিম্পিয়ান হিসেবে নিজের শ্রেষ্টত্বের পরিচয় দিলন স্মিথ৷ অন্যদিকে, রুশ বংশোদ্ভূত মার্কিন হুইলচেয়ার দৌড়বিদ ট্যাটিয়ানা ম্যাকফ্যাডেন ৫০০ মিটার দৌড়ে তাঁর তৃতীয় স্বর্ণ পদক জয় করেছেন৷

Daniela Schulte of Germany competes during the Women's 400m Freestyle - S11 Final for the London 2012 Paralympic Games Swimming competition at the Aquatics Centre, Great Britain, 7 September 2012. Photo: Daniel Karmann dpa +++(c) dpa - Bildfunk+++
প্যারালিম্পিকে জার্মানির সাতারু ড্যানিয়েলা শুলটেছবি: picture alliance / dpa

এছাড়া অস্ট্রেলীয় দৌড়বিদ জ্যাকলিন ফ্রেনে জয় করেছেন তাঁর অষ্টম স্বর্ণ পদক৷ আর ব্রাজিলের ক্রীড়াবিদ ড্যানিয়েল ডায়াস এবং অস্ট্রেলিয়ার ম্যাথিউ কাউড্রে লন্ডনে জয় করেছেন তাঁদের পঞ্চম স্বর্ণ পদক৷

তবে ১৩ বারের প্যারালিম্পিক স্বর্ণ পদক বিজয়ী সাঁতারু নাটালি ডু টয়েট এবার ১০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার এলি কোল-এর কাছে হেরে গেছেন৷ ফলে নিজের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হেরে কান্নায় ভেঙে পড়েন দক্ষিণ আফ্রিকান এই তারকা৷ আর এলি'র কাছে হারের মধ্য দিয়েই সাঁতার থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন ২৮ বছর বয়সি নাটালি৷ ২০০১ সালে স্কুটার দুর্ঘটনার আগ পর্যন্ত সুস্থ-সবল সম্ভাবনাময় সাঁতারু ছিলেন তিনি৷ কিন্তু সেই দুর্ঘটনার পর তাঁর বাম পা কেটে ফেলতে হয়৷ তবুও এতোদিন সাঁতারে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন কেপটাউন-এর এই তারকা সাঁতারু৷

এএইচ / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য