1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারি প্রচারমাধ্যমের জরিপকে ‘বর্ণবাদী' বললেন জার্মান কোচ

৩ জুন ২০২৪

জার্মানির ফুটবল কোচ ইউলিয়ান নাগেলসমান দেশটির সরকারি এক প্রচারমাধ্যমের জরিপকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন৷ ঐ জরিপে জার্মান দলে আরও বেশি শ্বেতাঙ্গ খেলোয়াড় চান কিনা, তা জানতে চাওয়া হয়েছিল৷

https://p.dw.com/p/4gZCE
ইউলিয়ান নাগেলসমান
নাগেলসমান বলেন, ‘‘এমন প্রশ্ন যে করা হয়েছে আর মানুষ যে এর উত্তর দিয়েছে, তাতে আমি খুবই অবাক হয়েছি৷''ছবি: Federico Gambarini/dpa/picture alliance

এই প্রশ্নের জবাবে প্রায় ২১ শতাংশ অংশগ্রহণকারী ‘হ্যাঁ' উত্তর দিয়েছেন৷

প্রচারমাধ্যম এএফডির এক তথ্যচিত্রে এই জরিপ করা হয়৷

জার্মান ফুটবলার জসুয়া কিমিশ শনিবার এই জরিপকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেন৷ এরপর রোবরার নাগেলসমান বলেন, ‘‘জসুয়া খুব ভালোভাবে প্রতিক্রিয়া জানিয়েছে৷ আমিও বিষয়টা সেভাবেই দেখি৷ প্রশ্নটা কাণ্ডজ্ঞানহীন ছিল৷''

‘‘এটা বর্ণবাদ৷ আমার মনে হয় আমাদের জেগে উঠতে হবে৷ ইউরোপের অনেক মানুষকে পালাতে হয়েছিল... একটি নিরাপদ দেশের খোঁজে৷

‘‘জার্মানিতে আমরা ভালোভাবে বাস করছি, আর আমরা এই জিনিসগুলো বন্ধ করার ইচ্ছা রাখি৷ বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও ত্বকের রঙকে কীভাবে এক করা যায় তার একটি রোল মডেল হতে পারে ফুটবল দল,'' বলেন জার্মান কোচ৷

আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য জার্মানির যে দল ঘোষণা করা হয়েছে সেখানে কৃষ্ণাঙ্গ ফুটবলার ছাড়াও তুর্কি বংশোদ্ভূত খেলোয়াড়েরা আছেন৷

এআরডি বলছে, ফুটবল ও ডাইভারসিটি বিষয়ে তথ্যচিত্র তৈরির সময় তাদের একজন রিপোর্টারকে ফুটবল দলের গঠন নিয়ে অনেক কথা শুনতে হয়েছে৷ বিষয়টার গভীরতা জানার জন্য এই জরিপ করা হয় বলে জানিয়েছে তারা৷

জেডএইচ/কেএম (ডিপিএ রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান