1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার বিরোধী আন্দোলন শুরু করতে চায় বিএনপি

১ সেপ্টেম্বর ২০১১

ঈদের পর সরকার বিরোধী কঠোর আন্দোলন শুরুর কথা বলেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ শান্তিতে থাকুক তা চায়না বিরোধী দল৷ তাই তারা আন্দোলনের কথা বলছে৷

https://p.dw.com/p/12QkS
BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বিএনপি নেতা খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, দেশের মানুষ সরকার বিরোধী আন্দোলন চায়৷ তারা এই সরকারের দু:শাসন আর সহ্য করতে পারছেনা৷ বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সঙ্গে যোগাযোগ করছে৷ তাই দেশ রক্ষার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই, বলেন বেগম জিয়া৷

আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল এবং মধ্যবর্তী নির্বাচন আদায় করা হবে৷

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আন্দোলনের কোন ইস্যু না থাকলেও বিরোধী দল আন্দোলনের কথা বলছে৷ দেশের মানুষ শান্তিতে থাকুক তা চায়না বিরোধী দল৷

কেন্দ্রীয় শহীদ মিনারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারাতো বাড়ি যাননি৷ তাহলে তারা কিভাবে বুঝবেন রাস্তাঘাটের অবস্থা কি৷ তিনি বলেন, তার সরকারের উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয় রয়েছে৷ কিন্তু তাতে কোন লাভ হবেনা৷ মেয়াদের মধ্যেই তার সরকার সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান